ক্রীড়া ডেস্ক : ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের সঙ্গে আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার সাত বছরের সম্পর্ক ছিন্ন হতে চলেছে। গতরাতে জুভেন্টাসের হয়ে অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে শেষ ম্যাচ খেলেছেন দিবালা। ম্যাচ শেষে শিশুর মতো কাঁদছিলেন তিনি। লাৎসিওর বিপক্ষে জুভেন্টাসের শুরুর একাদশেই ছিলেন দিবালা। ৭৮তম মিনিটে তাকে বদল করেন কোচ মাসসিমিলিয়ানো আলেগ্রি। তখন আবেগি এক দৃশ্যের অবতরণ হয় অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে। পুরো গ্যালারী দাঁড়িয়ে শেষ বিদায় জানায় দিবালাকে। তখন অনেকটা শিশুর মতো কাঁদতে থাকেন দিবালা। কেঁদেছেন অনেক জুভেন্টাসের সমর্থকরাও। দিবালাকে সান্ত¡না দিতে এগিয়ে আসেন অনেক খেলোয়াড়ই। তাঁকে নিজের অধিনায়কত্বের আর্মব্যান্ড খুলে দেন জর্জিয়ো কিয়েলিনি। এ মৌসুমেই জুভেন্টাসের সঙ্গে ১৭ বছরের সম্পর্ক শেষ হচ্ছে কিয়েলিনিরও। লাৎসিওর বিপক্ষে গতরাতে শেষ মুহূর্তে গোল হজম করে ড্র নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস। তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে দিবালা-কিয়েলিনিদের বিদায়টাই মুখ্য হয়ে উঠে।