ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

শিশুর বিয়ে আটকালো প্রশাসন

  • আপডেট সময় : ১২:৩৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
  • ১০৪ বার পড়া হয়েছে

খুলনা সংবাদদাতা : খুলনার পাইকগাছায় ১১ বছরের এক মেয়ে শিশুকে বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলো পরিবারের সদস্যরা। এ সময় উপজেলা প্রশাসনের হাতে ধরা পড়ে জরিমানা গুনতে হয়েছে তাদের। পাইকগাছার গড়ইখালি গ্রামে রোববার দুপুরে এ ঘটনা ঘটে। উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. আলতাফ হোসেন জানান, আগে থেকেই খবর ছিল পাইকগাছার এক বাড়িতে এক মেয়ে শিশুকে একই এলাকার ২২ বছরের এক যুবকের সঙ্গে বিয়ে দেওয়ার আয়োজন চলছে। পরে ইউএনও মমতাজ বেগমের নির্দেশে ওই বাড়িতে গিয়ে মেয়ের জন্মসনদ যাচাই করে দেখা যায়, তার বয়স মাত্র ১১ বছর।
এ সময় দুই পরিবারের সদস্যদের ইউএনওর কার্যালয়ে নিয়ে আসা হয়। সন্ধ্যার পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছেলে ও মেয়ে পক্ষর কাছ থেকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন ইউএনও। উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, “এটা চলমান প্রক্রিয়া। গত মাসেও দুটো বাল্য বিয়ে আটকানো হয়েছে।”

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুর বিয়ে আটকালো প্রশাসন

আপডেট সময় : ১২:৩৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২

খুলনা সংবাদদাতা : খুলনার পাইকগাছায় ১১ বছরের এক মেয়ে শিশুকে বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলো পরিবারের সদস্যরা। এ সময় উপজেলা প্রশাসনের হাতে ধরা পড়ে জরিমানা গুনতে হয়েছে তাদের। পাইকগাছার গড়ইখালি গ্রামে রোববার দুপুরে এ ঘটনা ঘটে। উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. আলতাফ হোসেন জানান, আগে থেকেই খবর ছিল পাইকগাছার এক বাড়িতে এক মেয়ে শিশুকে একই এলাকার ২২ বছরের এক যুবকের সঙ্গে বিয়ে দেওয়ার আয়োজন চলছে। পরে ইউএনও মমতাজ বেগমের নির্দেশে ওই বাড়িতে গিয়ে মেয়ের জন্মসনদ যাচাই করে দেখা যায়, তার বয়স মাত্র ১১ বছর।
এ সময় দুই পরিবারের সদস্যদের ইউএনওর কার্যালয়ে নিয়ে আসা হয়। সন্ধ্যার পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছেলে ও মেয়ে পক্ষর কাছ থেকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন ইউএনও। উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, “এটা চলমান প্রক্রিয়া। গত মাসেও দুটো বাল্য বিয়ে আটকানো হয়েছে।”