ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

শিশুকে ভ্রমণে নেয়ার আগে করণীয়

  • আপডেট সময় : ১০:১২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
  • ৭৬ বার পড়া হয়েছে

নারী ও শিশু ডেস্ক : আপনার সোনামণিকে নিয়ে যেখানেই যান, সঙ্গে রাখতে হবে বেশ কিছু প্রয়োজনীয় জিনিস। যা বহনে আপনার যাত্রা হতে পারে দুশ্চিন্তামুক্ত।
বাচ্চাকে নিয়ে কোথাও বের হলে ভেজা জামাকাপড় বদলানোর ঝামেলা নিতে না চাইলে সঙ্গে ডায়াপারের ব্যাগ রাখা খুব জরুরি। যদিও প্রায় সব জায়গাতেই ডায়াপার পাওয়া যায়। কিন্তু কিছু জায়গায় যেখানে আশেপাশে কোনো দোকান নেই, সেখানে কিন্তু ডায়াপার কেনা মুশকিল ও দুশ্চিন্তার কারণ। যেখানেই ঘুরতে যান না কেন, শিশুদের পানি ফুটিয়ে খাওয়াতে হবে। কারণ পানি থেকেই কিন্তু তাদের বেশির ভাগ রোগ ছড়ায়। তাই সঙ্গে ইলেকট্রিক কেটলি রাখলে অনেক সমস্যার সমাধান হবে। শহরের মধ্যে সব ফার্মেসিতে কিন্তু সব ধরনের ওষুধ পাওয়া যায় না। তাই প্রতিদিন বাচ্চার জন্য যেসব ওষুধ প্রয়োজন, সেগুলো মনে করে সঙ্গে রাখতেই হবে। এছাড়াও জ্বর, পেটব্যথা বা বমির ওষুধ নিতে ভুলবেন না। আমাদের মতো বাচ্চারা তো আর সব খাবার খেয়ে হজম করতে পারে না। তাই বাড়িতে যে রকম খাবার খেতে তারা অভ্যস্ত, তেমন কিছু খাবারের সঙ্গে বেবি ফুড রাখা হবে বুদ্ধিমানের কাজ। একবার যে বোতলে সন্তানকে দুধ খাইয়েছেন, সে বোতলটি আবার ব্যবহার করা যাবে না। আবার সব জায়গায় পানি গরম করাও সম্ভব নয়। তাই বিদ্যুৎচালিত স্টেরিলাইজার সঙ্গে রাখুন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শিশুকে ভ্রমণে নেয়ার আগে করণীয়

আপডেট সময় : ১০:১২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩

নারী ও শিশু ডেস্ক : আপনার সোনামণিকে নিয়ে যেখানেই যান, সঙ্গে রাখতে হবে বেশ কিছু প্রয়োজনীয় জিনিস। যা বহনে আপনার যাত্রা হতে পারে দুশ্চিন্তামুক্ত।
বাচ্চাকে নিয়ে কোথাও বের হলে ভেজা জামাকাপড় বদলানোর ঝামেলা নিতে না চাইলে সঙ্গে ডায়াপারের ব্যাগ রাখা খুব জরুরি। যদিও প্রায় সব জায়গাতেই ডায়াপার পাওয়া যায়। কিন্তু কিছু জায়গায় যেখানে আশেপাশে কোনো দোকান নেই, সেখানে কিন্তু ডায়াপার কেনা মুশকিল ও দুশ্চিন্তার কারণ। যেখানেই ঘুরতে যান না কেন, শিশুদের পানি ফুটিয়ে খাওয়াতে হবে। কারণ পানি থেকেই কিন্তু তাদের বেশির ভাগ রোগ ছড়ায়। তাই সঙ্গে ইলেকট্রিক কেটলি রাখলে অনেক সমস্যার সমাধান হবে। শহরের মধ্যে সব ফার্মেসিতে কিন্তু সব ধরনের ওষুধ পাওয়া যায় না। তাই প্রতিদিন বাচ্চার জন্য যেসব ওষুধ প্রয়োজন, সেগুলো মনে করে সঙ্গে রাখতেই হবে। এছাড়াও জ্বর, পেটব্যথা বা বমির ওষুধ নিতে ভুলবেন না। আমাদের মতো বাচ্চারা তো আর সব খাবার খেয়ে হজম করতে পারে না। তাই বাড়িতে যে রকম খাবার খেতে তারা অভ্যস্ত, তেমন কিছু খাবারের সঙ্গে বেবি ফুড রাখা হবে বুদ্ধিমানের কাজ। একবার যে বোতলে সন্তানকে দুধ খাইয়েছেন, সে বোতলটি আবার ব্যবহার করা যাবে না। আবার সব জায়গায় পানি গরম করাও সম্ভব নয়। তাই বিদ্যুৎচালিত স্টেরিলাইজার সঙ্গে রাখুন।