বিনোদন ডেস্ক : সিলেট এবং সুনামগঞ্জের অনেক এলাকা এখনো পানির নিচে। এমন অবস্থায় রোজিনা চলচ্চিত্রের বিত্তবানদের বানভাসি মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। রোজিনা ফেইসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে এই আহ্বান করেন। তিনি লিখেছেন, ‘আমি আমার বাংলা চলচ্চিত্রের সকল (সিনিয়র-জুনিয়র) শিল্পী, সহকর্মী ও কলাকুশলীদের আহ্বান করছি, আসুন আমরা সবাই সবার সামর্থ অনুযায়ী সিলেটবাসীদের এমন দুর্যোগপূর্ণ অবস্থায় তাদের পাশে দাঁড়াই। কারণ ইতোমধ্যে আমরা সবাই জানি যে, বৃহত্তর সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যা চলছে। প্রচ-ভাবে মানবিক বিপর্যয়ে পড়েছে সেখানকার হাজারো পরিবার। এমন সংকটময় সময় আমাদের সবারই তাদের পাশে দাঁড়ানো উচিত উল্লেখ করে তিনি বলেন, ‘আসুন সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেই। এটি মানব কল্যাণের জন্য একটি মানবিক আবেদন।’ আশির দশকের ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা রোজিনা। বর্তমানে রোজিনা বড় পর্দা থেকে দূরে রয়েছেন। তাকে বিভিন্ন সময় দেখা গেছে, চলচ্চিত্রের নি¤œ আয়ের শিল্পী ও কলাকুশলীদের পাশে দাঁড়াতে।
জনপ্রিয় সংবাদ