বিনোদন ডেস্ক: রোববার দুপুরে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। গতকাল সোমবার (১৯ মে) আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার পরই গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’। সোমবার (১৯ মে) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে শিল্পীদের নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সমাজ ও রাষ্ট্রের প্রতি অভিনয়শিল্পীদের অবদান সবসময়ই মানবিক ও প্রশংসনীয়। দুর্যোগ, সামাজিক সংকট কিংবা জাতীয় প্রয়োজনে অভিনয়শিল্পীরা যেভাবে এগিয়ে আসেন, তা অনস্বীকার্য। এই শিল্পীদের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়।’
সাম্প্রতিক সময়ে কয়েকজন শিল্পীর বিরুদ্ধে হয়রানিমূলক গ্রেফতার, মামলা ও হামলার ঘটনা ঘটেছে, যা শুধু শিল্পীর ব্যক্তিগত জীবন নয়- তাদের পরিবার, পেশাগত পরিবেশ ও সামাজিক অবস্থানেও বিরূপ প্রভাব ফেলছে বলে দাবি সংগঠনটির।
তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে সংগঠনটি জানিয়েছে, শিল্পীদের ভাবমূর্তি নষ্ট করতেই এমন বেআইনি ও অনৈতিক কর্মকাণ্ড ঘটানো হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এসব বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করি।
‘অভিনয়শিল্পী সংঘ’ সরকারের কাছে ন্যায়বিচার ও বৈষম্যহীন পদক্ষেপ প্রত্যাশা করে বলেছে, ‘আমরা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু সেই আইন যেন সবার জন্য সমানভাবে প্রয়োগ হয়- এই আশা রাখি।’
সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু এই প্রেস বিজ্ঞপ্তির অনুলিপি ফেসবুকে প্রকাশ করেন। এতে সভাপতি আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপুর নাম উল্লেখ রয়েছে।
আজকের প্রত্যাশা/কেএমএএ