ক্রীড়া ডেস্ক: আগের দিন রেয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের লড়াই ড্র হওয়ায় সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা বার্সেলোনার। এরপর তাদের সামনে হাতছানি ছিল ফায়দাটা নেওয়ার। সেভিয়াকে উড়িয়ে সেই চ্যালেঞ্জ জিতেছে তারা। শিরোপা লড়াইয়ে প্রবলভাবে নিজেদের অস্তিত্ব জানান দিয়ে ডিফেন্ডার ইনিগো মার্তিনেস বলছেন, এভাবেই সামনে ছুটতে চান তারা।
খুব বেশি দিন আগের কথা নয়, বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে গিয়েছিল রেয়াল মাদ্রিদ। এখন সেই ব্যবধান কমে হয়েছে ২! লা লিগায় পয়েন্ট তালিকায় শীর্ষ ৩ দলের পয়েন্ট এখন ২। আতলেতিকোর সঙ্গে ড্রয়ের আগে এস্পানিওলের কাছে হেরেছে রেয়াল মাদ্রিদ। চোট সমস্যায় গোটা রক্ষণভাগকে হারানো দল সাম্প্রতিক সময়ে ধুঁকছে। বার্সেলোনাকে মনে হচ্ছে যেন, মৌসুমের শুরুর সেই ছন্দ আবার ফিরে পেয়েছে।
শনিবার মাদ্রিদ ডার্বি ড্র হওয়ার পরই বার্সেলোনার সামনে সুযোগ ছিল শীর্ষ দুই থাকা দুই দলের ঘাড়ে নিঃশ্বাস ফেলার। সেভিয়ার মাঠে ৪-১ গোলের জয়ে কাজটি তারা করেছে দারুণভাবেই। ম্যাচের পর সেই স্বস্তি মার্তিনেসের কণ্ঠে। “শিরোপা লড়াইয়ে টিকে থাকতে হলে আজকে আমাদের জিততেই হতো। আমরা চাপটা ধরে রাখছি (শীর্ষে থাকাদের ওপর)। আমরা বেশ ভালোভাবে কাজ করছি। আজকের ম্যাচের ফল আমাদের জন্য একদম পারফেক্ট।” ম্যাচের সপ্তম মিনিটে রর্বেত লেভানদোভস্কির গোলে এগিয়ে যাওয়া বার্সেলোনা ধাক্কা খায় পরের মিনিটেই। সমতায় ফেরে সেভিয়া।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামা ফের্মিন লোপেস গোল করেন মাঠে নেমেই। একটু পর রাফিনিয়ার গোল বার্সেলোনার সম্ভাবনা উজ্জ্বল করে আরও। কিন্তু ৬২তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লোপেস। ১০ জন নিয়েও অবশ্য ভড়কে যায়নি বার্সেলোনা। উল্টো ৮৯তম মিনিটে এরিক গার্সিয়ার গোলে বড় জয় নিয়ে তারা মাঠ ছাড়ে। ২৩ ম্যাচে রেয়াল মাদ্রিদের পয়েন্ট ৫০, আতলেতিকো মাদ্রিদের ৪৯ ও বার্সেলোনার ৪৮।
দলের সাম্প্রতিক এই ছন্দ ও ধার ধরে রেখে শিরোপা লক্ষ্য পূরণ করার পথে ছুটতে চান মার্তিনেস। “আমরা এখন খুব ভালো অনুভব করছি এবং নিজেদের খেলার ধরন উপভোগ করছি। আজকে একজন কম নিয়ে লম্বা সময় খেলতে হয়েছে আমাদের। কিন্তু আমরা ব্যবধান ধরে রেখেছি এবং পরে গোলও করেছি আরেকটি। এভাবেই সামনে এগিয়ে যেতে হয়।”