ঢাকা ১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

শিরোপা দিয়ে সেঞ্চুরি রাঙাতে চান গ্রিজমান

  • আপডেট সময় : ০৯:৫৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
  • ১০০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : উপলক্ষ এমনিতেই বেশ বড়। উয়েফা নেশন্স লিগের ফাইনাল ম্যাচ! অঁতোয়ান গ্রিজমানের জন্য ম্যাচটি আরও বিশেষ কিছু ব্যক্তিগত একটি মাইলফলকে। দেশের জার্সি গায়ে তিনি মাঠে নামবেন একশতম ম্যাচ খেলতে। নিজের অর্জনের ম্যাচটি শিরোপা জয়ের উৎসব দিয়ে স্মরণীয় করে রাখতে চান এই ফরোয়ার্ড। নেশন্স লিগের ফাইনালে রোববার মিলানে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স। শেষ মুহূর্তে চোট-টোটে না পড়লে এই ম্যাচে নিশ্চিতভাবেই খেলবেন গ্রিজমান। তার ম্যাচ খেলার সেঞ্চুরিও হয়ে যাবে তাতে। তার আগে ফ্রান্সের হয়ে এই মাইলফলকে পা রেখেছেন কেবল ৮ জন ফুটবলার। পুরো ক্লাব ক্যারিয়ার যে দেশে কাটিয়েছেন গ্রিজমান, সেই স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে পূর্ণ হচ্ছে তার সেঞ্চুরি। ৩০ বছর বয়সী ফরোয়ার্ডের চাওয়া, দলীয় সাফল্যে রাতটি রাঙানো। “স্পেশাল একটি রাত হতে যাচ্ছে এটি। ম্যাচটি আমাদের জিততে হবে। ট্রফি জয়ের ব্যাপার আছে, আমরা তাই সাফল্যের জন্য সবকিছু করব। এটা করার উপযুক্ত দলও আমাদের আছে।”
“১০০তম ম্যাচ বিশেষ কিছু। এই মাইলফলকের দেখা পাওয়া ফুটবলার খুব বেশি নেই। আমি তাই খুবই গর্বিত এবং আশা করি, আজকের রাত আমরা ভালোভাবে শেষ করতে পারব।” ১৪২ ম্যাচ খেলে ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ১৯৯৮ বিশ্বকাপজয়ী তারকা লিলিয়ান থুরামের। ১৩২ ম্যাচ খেলে দুইয়ে এখনকার দলের গোলকিপার উগো লরিস। গ্রিজমানদের এখনকার জাতীয় কোচ দিদিয়ে দেশমও আছেন শত ম্যাচ খেলাদের তালিকায়। ম্যাচের আগে তিনিও তুলে ধরলেন গ্রিজমানের কৃতিত্ব। “(গ্রিজমানের ক্ষেত্রে) শুধু ম্যাচ সংখ্যার ব্যাপারই নয়, তার কার্যকারিতা দেখুন, গোল, গোলে সহায়তাৃ। ভাগ্যের সহায়তাও কিছুটা পেয়েছে সে, খুব বড় কোনো চোটে পড়েনি এবং আশা করি, চোট দূরেই থাকবে।” “আমার কোচিংয়ে শুরুর দিকে হয়তো সে নিয়মিত সেরা একাদশে থাকত না, কিন্তু ২০১৬ সাল থেকে সে এই দলের খুবই গুরুত্বপূর্ণ একজন।”

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিরোপা দিয়ে সেঞ্চুরি রাঙাতে চান গ্রিজমান

আপডেট সময় : ০৯:৫৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১

ক্রীড়া ডেস্ক : উপলক্ষ এমনিতেই বেশ বড়। উয়েফা নেশন্স লিগের ফাইনাল ম্যাচ! অঁতোয়ান গ্রিজমানের জন্য ম্যাচটি আরও বিশেষ কিছু ব্যক্তিগত একটি মাইলফলকে। দেশের জার্সি গায়ে তিনি মাঠে নামবেন একশতম ম্যাচ খেলতে। নিজের অর্জনের ম্যাচটি শিরোপা জয়ের উৎসব দিয়ে স্মরণীয় করে রাখতে চান এই ফরোয়ার্ড। নেশন্স লিগের ফাইনালে রোববার মিলানে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স। শেষ মুহূর্তে চোট-টোটে না পড়লে এই ম্যাচে নিশ্চিতভাবেই খেলবেন গ্রিজমান। তার ম্যাচ খেলার সেঞ্চুরিও হয়ে যাবে তাতে। তার আগে ফ্রান্সের হয়ে এই মাইলফলকে পা রেখেছেন কেবল ৮ জন ফুটবলার। পুরো ক্লাব ক্যারিয়ার যে দেশে কাটিয়েছেন গ্রিজমান, সেই স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে পূর্ণ হচ্ছে তার সেঞ্চুরি। ৩০ বছর বয়সী ফরোয়ার্ডের চাওয়া, দলীয় সাফল্যে রাতটি রাঙানো। “স্পেশাল একটি রাত হতে যাচ্ছে এটি। ম্যাচটি আমাদের জিততে হবে। ট্রফি জয়ের ব্যাপার আছে, আমরা তাই সাফল্যের জন্য সবকিছু করব। এটা করার উপযুক্ত দলও আমাদের আছে।”
“১০০তম ম্যাচ বিশেষ কিছু। এই মাইলফলকের দেখা পাওয়া ফুটবলার খুব বেশি নেই। আমি তাই খুবই গর্বিত এবং আশা করি, আজকের রাত আমরা ভালোভাবে শেষ করতে পারব।” ১৪২ ম্যাচ খেলে ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ১৯৯৮ বিশ্বকাপজয়ী তারকা লিলিয়ান থুরামের। ১৩২ ম্যাচ খেলে দুইয়ে এখনকার দলের গোলকিপার উগো লরিস। গ্রিজমানদের এখনকার জাতীয় কোচ দিদিয়ে দেশমও আছেন শত ম্যাচ খেলাদের তালিকায়। ম্যাচের আগে তিনিও তুলে ধরলেন গ্রিজমানের কৃতিত্ব। “(গ্রিজমানের ক্ষেত্রে) শুধু ম্যাচ সংখ্যার ব্যাপারই নয়, তার কার্যকারিতা দেখুন, গোল, গোলে সহায়তাৃ। ভাগ্যের সহায়তাও কিছুটা পেয়েছে সে, খুব বড় কোনো চোটে পড়েনি এবং আশা করি, চোট দূরেই থাকবে।” “আমার কোচিংয়ে শুরুর দিকে হয়তো সে নিয়মিত সেরা একাদশে থাকত না, কিন্তু ২০১৬ সাল থেকে সে এই দলের খুবই গুরুত্বপূর্ণ একজন।”