ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

শিবের মাথায় পানি ঢালতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১০

  • আপডেট সময় : ০২:২৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২
  • ৬৮ বার পড়া হয়েছে

আনন্দবাজার, পিটিআই : ভারতের জলপাইগুড়ির জল্পেশের মন্দিরে শিবের মাথায় পানি ঢালতে যাচ্ছিলেন তারা। এ সময় গাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন অন্তত ১০ জন। খবর- আনন্দবাজার, পিটিআই-এর। জানা গেছে, মৃতদের সকলেই কোচবিহারের শীতলকুচি এলাকার বাসিন্দা। ওই এলাকার ২৭ জন একটি পিকআপ ভ্যানে করে জল্পেশের মন্দিরে যাচ্ছিলেন। গাড়িতেই তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। বাকিরা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পিকআপ ভ্যানে একটি জেনারেটর রাখা ছিল। গাড়িতে ডিজেও চলছিল। সেই জেনারেটর থেকে শর্ট সার্কিট হয়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন বলে মনে করা হচ্ছে। গাড়িটি যখন চ্যাংড়াবান্ধায় ধরলা নদীর সেতুর উপর দিয়ে যাচ্ছিল, তখন এই ঘটনা ঘটে। কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলায় চালক গাড়িটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে ১০ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মা বলেছেন, জেনারেটর দিয়ে ডিজে বাজানো হচ্ছিল। জেনারেটরটি কোনোভাবে শর্টসার্কিট হয়ে যায়। তার ফলে এই দুর্ঘটনা ঘটে। প্রথমে গাড়িটিকে চ্যাংড়াবান্ধা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ১০ জনকে মৃত ঘোষণা করার পর ১৬ জনকে জলপাইগুড়ির হাসপাতালে পাঠানো হয়। গাড়ির চালক পালিয়েছেন। তদন্ত শুরু করেছে পুলিশ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শিবের মাথায় পানি ঢালতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১০

আপডেট সময় : ০২:২৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২

আনন্দবাজার, পিটিআই : ভারতের জলপাইগুড়ির জল্পেশের মন্দিরে শিবের মাথায় পানি ঢালতে যাচ্ছিলেন তারা। এ সময় গাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন অন্তত ১০ জন। খবর- আনন্দবাজার, পিটিআই-এর। জানা গেছে, মৃতদের সকলেই কোচবিহারের শীতলকুচি এলাকার বাসিন্দা। ওই এলাকার ২৭ জন একটি পিকআপ ভ্যানে করে জল্পেশের মন্দিরে যাচ্ছিলেন। গাড়িতেই তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। বাকিরা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পিকআপ ভ্যানে একটি জেনারেটর রাখা ছিল। গাড়িতে ডিজেও চলছিল। সেই জেনারেটর থেকে শর্ট সার্কিট হয়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন বলে মনে করা হচ্ছে। গাড়িটি যখন চ্যাংড়াবান্ধায় ধরলা নদীর সেতুর উপর দিয়ে যাচ্ছিল, তখন এই ঘটনা ঘটে। কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলায় চালক গাড়িটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে ১০ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মা বলেছেন, জেনারেটর দিয়ে ডিজে বাজানো হচ্ছিল। জেনারেটরটি কোনোভাবে শর্টসার্কিট হয়ে যায়। তার ফলে এই দুর্ঘটনা ঘটে। প্রথমে গাড়িটিকে চ্যাংড়াবান্ধা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ১০ জনকে মৃত ঘোষণা করার পর ১৬ জনকে জলপাইগুড়ির হাসপাতালে পাঠানো হয়। গাড়ির চালক পালিয়েছেন। তদন্ত শুরু করেছে পুলিশ।