বিবিসি :জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া পরিকল্পনার বিরোধিতা করে দেশটির একজন নাগরিক নিজের শরীরে আগুন লাগিয়ে দিয়েছেন। বিবিসি জানায়, গতকাল বুধবার ওই ব্যক্তি নিজের গায়ে আগুন লাগিয়ে দিয়েছেন। ওই ব্যক্তির গায়ে লাগানো আগুন নেভাতে গিয়ে পুলিশের এক কর্মকর্তা আহত হন। আগুনে দগ্ধ হওয়া ব্যক্তির কাছে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার পরিকল্পনার বিরোধিতার কথা লেখা আছে। গত ৮ জুলাই জাপানের নারা শহরে নির্বাচনী প্রচারকালে গুলিতে নিহত হন ৬৭ বছর বয়সী আবে। আগামী ২৭ সেপ্টেম্বর সরকারি অর্থায়নে আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া হবে। বিশ্বের বহু দেশের নেতৃবৃন্দ অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করবেন বলে আশা করা হচ্ছে। জাপানে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া পালনের ঘটনা বিরল। ১৯৬৭ সালে দেশটিতে সর্বশেষ রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়েছিল। জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিগেরু ইয়োশিদার জন্য এ অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা হয়।