নিজস্ব প্রতিবেদক: সরকারি কলেজগুলোর দীর্ঘদিনের শিক্ষক সংকট দূর করতে বিশেষ বিসিএস পরীক্ষার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর মাধ্যমে সরকারি সাধারণ কলেজসমূহের জন্য ৬৫৩ জন এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহের জন্য ৩০ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
সোমবার (২১ জুলাই) পিএসসির ওয়েবসাইট এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এদিন কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন ও ফি জমা শুরু হবে ২২ জুলাই দুপুর ১২টা ১০ মিনিট থেকে। আর আবেদন শেষ হবে আগামী ২২ আগস্ট সন্ধ্যা ৬টায়।
প্রার্থীদের ২০০ টাকা আবেদন ফি গুনতে হবে। তবে অনাগ্রসর জনগোষ্ঠীর জন্য আবেদন ফি ৫০ টাকা। আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।
আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) হতে পারে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিশেষ এ বিসিএস পরীক্ষা হবে ৩০০ নম্বরের। এর মধ্যে ২০০ নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। বাকি ১০০ নম্বর থাকবে মৌখিক পরীক্ষার জন্য।
২০০ নম্বরের মধ্যে প্রার্থীর পছন্দের বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। বাকি ১০০ নম্বর হবে সাধারণ বিষয়ে। সাধারণ বিষয়ের মধ্যে বাংলায় ২০, ইংরেজিতে ২০, বাংলাদেশ বিষয়াবলিতে ২০, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০, গাণিতিক যুক্তিতে ১০ ও মানসিক দক্ষতায় ১০ নম্বর থাকবে। পরীক্ষার জন্য সময় থাকবে ২ ঘণ্টা, প্রশ্ন থাকবে ২০০টি। প্রতিটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে এবং ভুল উত্তরের জন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে। আর মৌখিক পরীক্ষায় পাস করতে প্রার্থীকে ন্যূনতম ৫০ নম্বর পেতে হবে। এর আগে ৪৮তম বিসিএসও বিশেষ ছিল, যার মাধ্যমে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দিচ্ছে সরকার।
রোববার (২০ জুলাই) চিকিৎসক নিয়োগে এ বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে, তাতে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে সব মিলিয়ে ৫ হাজার ২০৬ জন প্রার্থী মৌখিক পরীক্ষা দেওয়ার যোগ্য বিবেচিত হয়েছেন।