ঢাকা ০৩:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

শিক্ষা ও কাজের অধিকার দাবিতে বিক্ষোভ আফগান নারীদের

  • আপডেট সময় : ১২:০৯:১০ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : নিজেদের অধিকার রক্ষার দাবিতে আফগানিস্তানের রাজধানী কাবুলের রাস্তায় নেমেছেন দেশটির নারীরা। আজ রোববার বিক্ষোভে অংশ নেওয়া নারীরা আফগান শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হন। এ সময় তালেবানের নেওয়া নানা পদক্ষেপের বিরুদ্ধে তাঁদের স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভে অংশ নেওয়া নারীদের অনেকের মুখ ঢাকা ছিল। তাঁরা চিৎকার করে বলছিলেন, ‘শিক্ষা আমার অধিকার। স্কুল খুলে দাও।’ একপর্যায়ে মিছিল বের করেন তাঁরা। তবে মিছিলটি কয়েক শ মিটার এগোনোর পর তালেবান যোদ্ধাদের বাধার মুখে থেমে যায়।
বিক্ষোভকারীদের একজন ঝোলিয়া পার্সি। এএফপিকে তিনি বলেন, ‘বিক্ষোভ থেকে আমরা একটি ঘোষণা দিতে চেয়েছিলাম। তবে তালেবান আমাদের তা করতে দেয়নি। তারা আমাদের অনেকের মুঠোফোন কেড়ে নিয়েছে। এমনকি বিক্ষোভের ছবি তুলতে ও ভিডিও করতে দেয়নি।’
গত বছরের আগস্টে পশ্চিমা সমর্থিত আফগান সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে তালেবান। গঠন করা হয় নতুন সরকার। এরপর থেকে একের পর এক বিতর্কিত পদক্ষেপ নিয়েছে তারা। উচ্চমাধ্যমিক স্কুলে যাওয়া বন্ধ হয়েছে হাজারো নারী শিক্ষার্থীর। ক্ষমতা বদলের পর সরকারি অনেক চাকরিতে ফিরতে বাধা দেওয়া হয়েছে নারীদের। তালেবান শাসিত আফগানিস্তানে নারীদের একাকী ভ্রমণেও নিষেধাজ্ঞা এসেছে। নতুন সরকারের নির্দেশনা অনুযায়ী, নারীরা শুধু দিনের বেলায় কাবুলের পার্কগুলোতে থাকতে পারবেন। তবে সঙ্গে কোনো পুরুষ থাকা যাবে না। এরই মধ্যে চলতি মাসে আফগান সরকারের সর্বোচ্চ নেতা ও তালেবান প্রধান হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেন, নারীদের বাড়িতে থাকাই উচিত। একই সঙ্গে বাড়ির বাইরে গেলে নারীদের মুখসহ পুরো শরীর ঢেকে রাখার নির্দেশ দেওয়া হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শিক্ষা ও কাজের অধিকার দাবিতে বিক্ষোভ আফগান নারীদের

আপডেট সময় : ১২:০৯:১০ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২

প্রত্যাশা ডেস্ক : নিজেদের অধিকার রক্ষার দাবিতে আফগানিস্তানের রাজধানী কাবুলের রাস্তায় নেমেছেন দেশটির নারীরা। আজ রোববার বিক্ষোভে অংশ নেওয়া নারীরা আফগান শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হন। এ সময় তালেবানের নেওয়া নানা পদক্ষেপের বিরুদ্ধে তাঁদের স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভে অংশ নেওয়া নারীদের অনেকের মুখ ঢাকা ছিল। তাঁরা চিৎকার করে বলছিলেন, ‘শিক্ষা আমার অধিকার। স্কুল খুলে দাও।’ একপর্যায়ে মিছিল বের করেন তাঁরা। তবে মিছিলটি কয়েক শ মিটার এগোনোর পর তালেবান যোদ্ধাদের বাধার মুখে থেমে যায়।
বিক্ষোভকারীদের একজন ঝোলিয়া পার্সি। এএফপিকে তিনি বলেন, ‘বিক্ষোভ থেকে আমরা একটি ঘোষণা দিতে চেয়েছিলাম। তবে তালেবান আমাদের তা করতে দেয়নি। তারা আমাদের অনেকের মুঠোফোন কেড়ে নিয়েছে। এমনকি বিক্ষোভের ছবি তুলতে ও ভিডিও করতে দেয়নি।’
গত বছরের আগস্টে পশ্চিমা সমর্থিত আফগান সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে তালেবান। গঠন করা হয় নতুন সরকার। এরপর থেকে একের পর এক বিতর্কিত পদক্ষেপ নিয়েছে তারা। উচ্চমাধ্যমিক স্কুলে যাওয়া বন্ধ হয়েছে হাজারো নারী শিক্ষার্থীর। ক্ষমতা বদলের পর সরকারি অনেক চাকরিতে ফিরতে বাধা দেওয়া হয়েছে নারীদের। তালেবান শাসিত আফগানিস্তানে নারীদের একাকী ভ্রমণেও নিষেধাজ্ঞা এসেছে। নতুন সরকারের নির্দেশনা অনুযায়ী, নারীরা শুধু দিনের বেলায় কাবুলের পার্কগুলোতে থাকতে পারবেন। তবে সঙ্গে কোনো পুরুষ থাকা যাবে না। এরই মধ্যে চলতি মাসে আফগান সরকারের সর্বোচ্চ নেতা ও তালেবান প্রধান হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেন, নারীদের বাড়িতে থাকাই উচিত। একই সঙ্গে বাড়ির বাইরে গেলে নারীদের মুখসহ পুরো শরীর ঢেকে রাখার নির্দেশ দেওয়া হয়।