রাজবাড়ী সংবাদদাতা : রাজবাড়ীর পদ্মা নদীতে গোসলে নেমে মো. আসিফ মুস্তাহিদ (১৪) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর গোদার বাজার এলাকার পদ্মা নদীতে নিখোঁজ হয় সে। নিখোঁজ আসিফ রাজবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ধুঞ্চি গোদার বাজার গ্রামের মো. আবুল পালাম আজাদের ছেলে। সে শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। ফরিদপুর ফায়ার সার্ভিসের লিডার মো. নেছার আলী বলেন, “গোদার বাজার পদ্মা নদীতে তিন বন্ধুসহ আসিফ গোসল করতে নামেন। সেখান থেকে নদীর পাড়ে এসে আসিফের খোঁজ না পেয়ে স্বজনদের খবর দেন তার বন্ধুরা। ফায়ার সার্ভিস নিখোঁজ কিশোরকে উদ্ধার তৎপরতা শুরু করে।”