মানিকগঞ্জ সংবাদদাতা : কোটা সংস্কারের সমর্থন ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজের শিক্ষর্থীরা। গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে কলেজটির সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধন শেষে কোটা সংস্কার আন্দোলনে বক্তব্য রাখেন, কর্নেল মালেক মেডিকেল কলেজের শিক্ষার্থী আশরাফুল হক, আজিজ, রাসেল কবীর, তাপাপাপদিতাস মালাকার, ইমনসহ আরও অনেকে। শিক্ষার্থীরা তাদের দাবী আদায়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।