ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই বাজারে বিক্রি, আটক ৩

  • আপডেট সময় : ০৮:৪৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের দেওয়া বিনামূল্যের বই বাজারে বিক্রি করছিল একটি চক্র। এ চক্রের দুজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর সূত্রাপুরের বাংলাবাজার ইস্পাহানি গলির বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি-লালবাগ বিভাগের কোতয়ালি জোনাল টিম। আটক দুজন হলেন, সিরাজুল ইসলাম উজ্জ্বল (৫৫) ও মো. দেলোয়ার হোসেন (৫৬)। তাদের কাছ থেকে বিনামূল্যে বিতরণের জন্য সরবরাহ করা প্রায় ১০ হাজার সরকারি বই জব্দ করা হয়। ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে একটি অসাধু চক্র বাংলাবাজারের ইস্পাহানি গলিতে বিভিন্ন গোডাউনে প্রথম থেকে দশম শ্রেণির পাঠ্যবই বিক্রয়ের উদ্দেশে মজুত করেছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে সেখানে সাঁড়াশি অভিযান পরিচালনা চালায় ডিবি লালবাগ বিভাগের কোতয়ালি জোনাল টিম। অভিযানে বিনামূল্যে বিতরণের ১০ হাজার সরকারি পাঠ্যবই জব্দ করা হয়।

এ সময় মজুতের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিরাজুল ও দেলোয়ার নামের দুজনকে আটক করা হয়। জব্দ করা দুই ট্রাক বইয়ের আনুমানিক মূল্য আট লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি জেনেছে, আটক দুজনসহ অন্য অবৈধ মজুতদারিরা বছরের শুরুতে নতুন পাঠ্যপুস্তক বিতরণে সরকারের আন্তরিক প্রচেষ্টাকে নস্যাৎ করা এবং অবৈধ উপায়ে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে এসব বই মজুতের মাধ্যমে বিক্রি করত। আটক সিরাজুল ও দেলোয়ারের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। মজুতদারি চক্রের সঙ্গে জড়িত অন্যদের আটক করতে ডিবি পুলিশের অভিযান চলছে। গতকাল বৃহস্পতিবার বিস্তারিত এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
বিতরণের ৯ হাজার বই মিললো ট্রাকে
শেরপুর প্রতিনিধি জানান, বুধবার (২২ জানুয়ারি) রাতে শেরপুর সদর উপজেলায় পুলিশ বইভর্তি একটি ট্রাক জব্দ করে। যেখানে অষ্টম, নবম ও দশম শ্রেণির ৯ হাজার সরকারি বই পাওয়া গেছে। স্থানীয়দের ভাষ্যমতে, গতকাল রাত ৯টার দিকে শেরপুর সদর উপজেলার লছমনপুর দড়িপাড়া এলাকা থেকে এই বিশাল পরিমাণ বই উদ্ধার করা হয়। ট্রাকটির সন্দেহজনক গতিবিধি লক্ষ করে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বইভর্তি ট্রাকসহ একজনকে আটক করে। গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে পুলিশ। পুলিশের সূত্রে জানা গেছে, ট্রাকটি মাধ্যমিক পর্যায়ের বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত অষ্টম, নবম ও দশম শ্রেণির বই পরিবহন করছিল। পুলিশ ট্রাকটি জব্দ করে এবং জিজ্ঞাসাবাদের জন্য মইদুল ইসলাম নামে একজনকে আটক করে। শেরপুর জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান জানিয়েছেন, বইগুলো শেরপুর জেলার জন্য বরাদ্দকৃত নয়। প্রাথমিক তথ্য অনুসারে, বইগুলো সম্ভবত কুড়িগ্রাম জেলা থেকে আসা। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পুলিশ বিভাগ সম্পূর্ণ ঘটনাটির গোড়ার কথা জানতে চেষ্টা করছে।’

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আর্থিক খাতের ‘ডাকাতি’ খতিয়ে দেখতে প্রতিনিধি পাঠানোর আহ্বান :ড. ইউনূস

শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই বাজারে বিক্রি, আটক ৩

আপডেট সময় : ০৮:৪৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের দেওয়া বিনামূল্যের বই বাজারে বিক্রি করছিল একটি চক্র। এ চক্রের দুজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর সূত্রাপুরের বাংলাবাজার ইস্পাহানি গলির বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি-লালবাগ বিভাগের কোতয়ালি জোনাল টিম। আটক দুজন হলেন, সিরাজুল ইসলাম উজ্জ্বল (৫৫) ও মো. দেলোয়ার হোসেন (৫৬)। তাদের কাছ থেকে বিনামূল্যে বিতরণের জন্য সরবরাহ করা প্রায় ১০ হাজার সরকারি বই জব্দ করা হয়। ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে একটি অসাধু চক্র বাংলাবাজারের ইস্পাহানি গলিতে বিভিন্ন গোডাউনে প্রথম থেকে দশম শ্রেণির পাঠ্যবই বিক্রয়ের উদ্দেশে মজুত করেছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে সেখানে সাঁড়াশি অভিযান পরিচালনা চালায় ডিবি লালবাগ বিভাগের কোতয়ালি জোনাল টিম। অভিযানে বিনামূল্যে বিতরণের ১০ হাজার সরকারি পাঠ্যবই জব্দ করা হয়।

এ সময় মজুতের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিরাজুল ও দেলোয়ার নামের দুজনকে আটক করা হয়। জব্দ করা দুই ট্রাক বইয়ের আনুমানিক মূল্য আট লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি জেনেছে, আটক দুজনসহ অন্য অবৈধ মজুতদারিরা বছরের শুরুতে নতুন পাঠ্যপুস্তক বিতরণে সরকারের আন্তরিক প্রচেষ্টাকে নস্যাৎ করা এবং অবৈধ উপায়ে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে এসব বই মজুতের মাধ্যমে বিক্রি করত। আটক সিরাজুল ও দেলোয়ারের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। মজুতদারি চক্রের সঙ্গে জড়িত অন্যদের আটক করতে ডিবি পুলিশের অভিযান চলছে। গতকাল বৃহস্পতিবার বিস্তারিত এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
বিতরণের ৯ হাজার বই মিললো ট্রাকে
শেরপুর প্রতিনিধি জানান, বুধবার (২২ জানুয়ারি) রাতে শেরপুর সদর উপজেলায় পুলিশ বইভর্তি একটি ট্রাক জব্দ করে। যেখানে অষ্টম, নবম ও দশম শ্রেণির ৯ হাজার সরকারি বই পাওয়া গেছে। স্থানীয়দের ভাষ্যমতে, গতকাল রাত ৯টার দিকে শেরপুর সদর উপজেলার লছমনপুর দড়িপাড়া এলাকা থেকে এই বিশাল পরিমাণ বই উদ্ধার করা হয়। ট্রাকটির সন্দেহজনক গতিবিধি লক্ষ করে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বইভর্তি ট্রাকসহ একজনকে আটক করে। গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে পুলিশ। পুলিশের সূত্রে জানা গেছে, ট্রাকটি মাধ্যমিক পর্যায়ের বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত অষ্টম, নবম ও দশম শ্রেণির বই পরিবহন করছিল। পুলিশ ট্রাকটি জব্দ করে এবং জিজ্ঞাসাবাদের জন্য মইদুল ইসলাম নামে একজনকে আটক করে। শেরপুর জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান জানিয়েছেন, বইগুলো শেরপুর জেলার জন্য বরাদ্দকৃত নয়। প্রাথমিক তথ্য অনুসারে, বইগুলো সম্ভবত কুড়িগ্রাম জেলা থেকে আসা। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পুলিশ বিভাগ সম্পূর্ণ ঘটনাটির গোড়ার কথা জানতে চেষ্টা করছে।’