নিজস্ব প্রতিবেদক : মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’ এর মাধ্যমে ফি পরিশোধ করে মাসে একবার ৫ শতাংশ বা ৫০ টাকা পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক পাচ্ছেন প্রায় একশটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এই তিন মাসে একজন শিক্ষার্থী সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুযোগ পাবেন। ১ ফেব্রুয়ারি শুরু হওয়া এ ক্যাম্পেইন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ‘নগদ’। ‘নগদ’ অ্যাপ, ইউএসএসডি (*১৬৭#) অথবা শিক্ষা প্রতিষ্ঠানের মার্চেন্ট কিউআর কোড ব্যবহার করে ফি পরিশোধ করা যাবে। যেসব প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেখানেও সরাসরি ‘নগদ’ সিলেক্ট করে ফি দেওয়া যাবে। সব শ্রেণির মানুষকে নতুন সেবা দেওয়ার কথা জানিয়ে ‘নগদ’ এর প্রধান বিপণন কর্মকর্তা শেখ আমিনুর রহমান বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের ফি কালেক্ট করার পাশাপাশি শিক্ষার্থীদের ইনস্ট্যান্ট ক্যাশব্যাক প্রদান তারই একটি উদাহরণ।” বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, অ্যাকাডেমিয়া, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজ, রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম কলেজ, সরকারি মুজিব কলেজ, আইডিয়াল কলেজ, ঢাকা কমার্স কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, তেজগাঁও কলেজ, ঈশ্বরদী মহিলা কলেজ, সৈয়দপুর সরকারি কলেজ, ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইস্টার্ন ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্টামফোর্ড ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ ১০০টির মতো প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সুবিধা পাবেন।