ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে আনোয়ার গ্রুপ ও এইউএসটি সিএইএএর সমঝোতা

  • আপডেট সময় : ০৪:৫৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক: শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে ভূমিকা রাখতে আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন-সিইএএ।

এ সমঝোতা চুক্তির আওতায় আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ পাবেন। সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে আনোয়ার গ্রুপ জানিয়েছে, ৯ মার্চ তাদের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে সিইএএর সভাপতি জহিরুল ইসলাম এবং আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফুরকান এন হোসেন সমঝোতা চুক্তিতে সই করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই অংশীদারত্ব শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ে তোলার নতুন দ্বার উন্মোচন করবে, যেখানে তারা বাস্তব প্রকৌশল কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়ে দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবে। এটি ভবিষ্যৎ সিভিল ইঞ্জিনিয়ারদের পেশাগত উৎকর্ষতা অর্জন এবং শিল্পখাতে নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

” সিএইএএর সাধারণ সম্পাদক আশিফ রহমান জেনি, শিক্ষার্থী কল্যাণ সম্পাদক কে এম তাওরাত, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক স্নেহাশীষ ভট্টাচার্য এবং নির্বাহী সদস্য আদনান ইসলাম, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের করপোরেট সেলস বিভাগের মহাব্যবস্থাপক দিবাকর বিশ্বাস এবং মানবসম্পদ বিভাগের প্রধান শিহাব উদ্দিন খান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে আনোয়ার গ্রুপ ও এইউএসটি সিএইএএর সমঝোতা

আপডেট সময় : ০৪:৫৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক: শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে ভূমিকা রাখতে আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন-সিইএএ।

এ সমঝোতা চুক্তির আওতায় আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ পাবেন। সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে আনোয়ার গ্রুপ জানিয়েছে, ৯ মার্চ তাদের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে সিইএএর সভাপতি জহিরুল ইসলাম এবং আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফুরকান এন হোসেন সমঝোতা চুক্তিতে সই করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই অংশীদারত্ব শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ে তোলার নতুন দ্বার উন্মোচন করবে, যেখানে তারা বাস্তব প্রকৌশল কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়ে দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবে। এটি ভবিষ্যৎ সিভিল ইঞ্জিনিয়ারদের পেশাগত উৎকর্ষতা অর্জন এবং শিল্পখাতে নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

” সিএইএএর সাধারণ সম্পাদক আশিফ রহমান জেনি, শিক্ষার্থী কল্যাণ সম্পাদক কে এম তাওরাত, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক স্নেহাশীষ ভট্টাচার্য এবং নির্বাহী সদস্য আদনান ইসলাম, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের করপোরেট সেলস বিভাগের মহাব্যবস্থাপক দিবাকর বিশ্বাস এবং মানবসম্পদ বিভাগের প্রধান শিহাব উদ্দিন খান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।