বরগুনা সংবাদদাতা : সহকারী জজের প্রভাব খাটিয়ে চাচার বিরুদ্ধে নানান ধরনের অভিযোগসহ বসতঘরে অনাধিকার প্রবেশ করে হামলা, মারধর, লুটপাট ও দখলের অপচেষ্টার শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
সোমবার বেলা সাড়ে ১২টায় বরগুনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বরগুনা সদর উপজেলার খাজুরতলা গ্রামের মৃত হযরত আলীর পুত্র আবুল বাশার লতিফ। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে আবুল বাশার লতিফ বলেন, বাবুল আক্তারের বড় ভাইয়ের জান্নাতুল মীম নামের এক মেয়ে সহকারী জজ হিসেবে পিরোজপুরে কর্মরত আছেন। এই সহকারী জজের প্রভাব খাটিয়ে বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক বাবুল আক্তার অনেকের জমিজমা অন্যায় ও অবৈধভাবে দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। শিক্ষকতার আড়ালে নিরীহ মানুষদের হয়রানি করাই তার একমাত্র উদ্দেশ্য। ছাত্র অবস্থায় তিনি ছিলেন একজন সক্রিয় ছাত্রলীগ কর্মী। আওয়ামীলীগের দোসর হিসেবে দলীয় প্রভাব প্রতিপত্তি খাটিয়ে গত ১৫ বছরে বেশীরভাগ সময়ে স্কুলের দায়িত্ব পালন না করে কাটিয়েছেন থানা-পুলিশ, অবৈধ দখলদারিত্ব ও কোর্ট কাচারির বারান্দায়। স্কুল ও তার বাসায় প্রতিষ্ঠা করেছিলেন কোচিং বাণিজ্যের প্রতিষ্ঠান। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায়ও একাধিকবার অভিযুক্ত হয়ে শাস্তি ভোগ করেছিলেন।
এছাড়া ছাত্রীদের যৌন হয়রানীর অভিযোগে কর্তৃপক্ষ বহুবার তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে বাধ্য হয়েছেন। ভুক্তভোগীরা জানান, শিক্ষক বাবুল আক্তারের নেতৃত্বে ২০/২২ জনের একটি সন্ত্রাসী চক্র আবুল বাশার লতিফের বসতঘরে ২৬ ডিসেম্বর অনাধিকার প্রবেশ করে হামলা, মারধর, লুটপাট ও দখলের অপচেষ্টা চালায়। এ সময় সন্ত্রাসীরা ২টি মোবাইল, নগদ ৬০ হাজার টাকা এবং মালামাল নিয়ে যায়। সংবাদ সম্মেলনে আবুল বাশার লতিফের স্ত্রী আমেনা বেগম সহ ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।