গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধার সাদুল্লাপুরে ধাপেরহাট বিএমপি দ্বিমুখী উচ্চ বিদয়ালয়ের প্রধান শিক্ষক ও গাইবান্ধা জেলা জিয়া পরিষদের যুগ্ম আহŸায়ক মাসুদ রানা প্রামাণিকের ফেসবুক আইডি হ্যাক করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষক শনিবার (৪ জানুয়ারি) রাতে ধাপেরহাট প্রেসক্লাবে উপস্থিত হয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংবাদকর্মীদের বিষয়টি তুলে ধরেন তিনি।
প্রধান শিক্ষক মাসুদ রানা প্রামাণিক তার লিখিত বক্তব্যে বলেন, ইতোপূর্বে আমার নামে একটি ফেসবুক আইডি খুলি। সেটি বেশ কিছুদিন ধরে অব্যবহৃত ছিল।
এরই মধ্যে সেই আইডি হ্যাক করে এবং ‘ধাপেরহাট ক্রাইম রিপোর্ট’ নামের একটি ফেসবুক আইডি থেকে অশ্লীল মন্তব্যসহ ছবি পোস্ট করছে। এতে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। একটি স্বার্থান্বেষী মহল আমার পূর্বে ব্যবহৃত আইডি হ্যাক করে আমার নামে বিভিন্ন অশ্লিল ছবি ও লেখা পোস্ট করে যাচ্ছে। বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে।