ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

শাড়ির সঙ্গে চুলের সৌন্দর্যে দরকার খোঁপার মানানসই ডিজাইন

  • আপডেট সময় : ০৫:৪৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক: আপনি কি যে কোনো অনুষ্ঠানে শাড়ি পড়তে খুব পছন্দ করে। কিন্তু শাড়ির সঙ্গে ইউনিক দেখাতে চাই একটি মানানসই খোঁপা। সময়ের সঙ্গে বদলে যাচ্ছে ফ্যাশন আর সঙ্গে তাল মিলিয়ে বদল হছে স্টাইলিশ খোঁপার ধরন। চুলের খোঁপা মানেই খুব জটিল তা ভাবার কারণ নেই। বাড়িতে বসেই আপনি করে নিতে পারবেন এই সহজ এবং নিত্যনতুন স্টাইলিশ খোঁপা। আপনি যদি কোনো স্পেশাল অনুষ্ঠানের জন্য শাড়ি পড়বেন ঠিক করেন তাহলে জেনে নিতে হবে নিত্যনতুন স্টাইলিশ খোঁপা করার নিয়ম। তা হলো-

চুলের খোঁপায় ডিজাইন: চুল হলো যে কোনো মেয়েদের কাছে সৌন্দর্যের মূল্যবান অংশ। তাই প্রতেকে এটি খুব যত্নে রাখে। চুলের খোঁপা হল চুল বাঁধার সুন্দর একটি হেয়ার ডিজাইন। বর্তমানে বিভিন্ন ধরণের খোঁপার ডিজাইন রয়েছে; যা দেখতে ইউনিক।
শাড়ির সঙ্গে মানানসই চুলের খোঁপার ডিজাইন: খোঁপার ভিন্ন রকমের ডিজাইন আছে। এক এক ধরনের খোঁপা এক একধরণের পোশাকের সঙ্গে মানানসই। আবার কিছু কিছু খোঁপা রয়েছে; যা দেখতে তো স্টাইলিশই সঙ্গে সব ধরণের পোশাকের সঙ্গে মানায়।

চুলের খোঁপার ডিজাইন রোপ ব্রেইড: রোপ ব্রেইড খোঁপাটি যেকোনো শাড়ির সঙ্গে বেশ মানানসই। দেখতেও বেশ ইউনিক লাগে। প্রথমে চুল ভালো করে আঁচড়ে পিছনের দিকে নিন। এবার ব্যান্ডের সাহায্য মাথার নীচের দিকে একটি পনি টেইল বেঁধে নেবেন। এরপর বেঁধে রাখা চুল দুই ভাগ করে নিয়ে দুই অংশে বেণি করে নেবেন। এবার বেণি দুটি হাত দিয়ে গোল করে খোঁপার মতো পেঁচিয়ে ক্লিপ দিয়ে আটকে নিন। যাদের মুখটা গোল, তারা সামনের দিকে পাফ করে নিতে পারেন এবং যাদের চাওড়া তারা সামনে একটু চুল ছেড়ে সাইড সিঁথি করে নেবেন।
চুলের খোঁপার ডিজাইন ফ্রেঞ্চ রোল: এই ধরনের খোঁপাগুলি খুব স্টাইলিশ এবং ইউনিক। পার্টিতে শাড়ি পড়ার পরিকল্পনা থাকলে এই ধরনের খোঁপা ট্রাই করতে পারেন। প্রথমে মাথার চুলগুলি আঁচড়ে মাথার ডান সাইডে নিয়ে আসুন এবং হেয়ার ক্লিপ দিয়ে আটকে নেবেন। এবার ডান দিকে বেঁধে রাখা চুল ধীরে ধীরে গুটিয়ে রোল করে নেবেন। রোলটি খোঁপার মতো করে মাথার মাঝখানে নিয়ে আসুন এবং হেয়ার ক্লিপ দিয়ে ভালোভাবে আটকে নিন যাতে খুলে না যায়। তাহলেই রেডি আপনার ফ্রেঞ্চ রোল খোঁপা।

চুলের খোঁপার ডিজাইন ফুলের খোঁপা: ছোট চুলে অনেকেই মনে করে খোঁপা বাঁধলে দেখতে বাজে লাগে। কিন্তু এমন কয়েকটি খোঁপা রয়েছে যা ছোট চুলের সঙেও মানানসই। এই ধরণের খোঁপাগুলি ছোট চুলের জন্য দুর্দান্ত। শাড়ির সঙ্গে তো মানানসই শালোয়ার কামিজের সঙ্গেও মন্দ লাগবে না। প্রথমে ভালো করে চুল আঁচড়ে পিছনে নিয়ে মাথার ঠিক মাঝখানে শুরু রাবার দিয়ে পুরো চুলটা বেঁধে নেবেন। এবার বেঁধে রাখা পনিটেইল থেকে মাঝখান কিছুটা চুল নিয়ে মুড়িয়ে ক্লিপ দিয়ে আলাদা করে রাখুন। এবার চারপাশে অবশিষ্ট চুলগুলি থেকে একটি অংশ নিয়ে ( ছবি অনুসরণ করুন) আঙ্গুল দিয়ে ধীরে ধীরে রোল করে ক্লিপ দিতে আটকে নিন। ঠিক একই রকম ভাবে বাদবাকি চুলগুলি ছোট ছোট অংশ করে রোল করে বেঁধে নেবেন। এবার মাঝখানে মুড়িয়ে রাখা চুলটি নিয়ে ছোট ছোট তিনটি ভাগ করুন। এবার প্রত্যেকটি আলাদা আলাদা ভাবে রোল করে মাঝখান লাগিয়ে ক্লিপ দিয়ে আটকে নিন ঠিক যেমনভাবে ছবিতে রয়েছে।
খোঁপার এই স্টাইলগুলো সবার পছন্দ হবে। এবার নিজের পছন্দমতো খোঁপা বেছে নিয়ে বিশেষ দিনে হয়ে উঠুন পরিপূর্ণ।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শাড়ির সঙ্গে চুলের সৌন্দর্যে দরকার খোঁপার মানানসই ডিজাইন

আপডেট সময় : ০৫:৪৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

লাইফস্টাইল ডেস্ক: আপনি কি যে কোনো অনুষ্ঠানে শাড়ি পড়তে খুব পছন্দ করে। কিন্তু শাড়ির সঙ্গে ইউনিক দেখাতে চাই একটি মানানসই খোঁপা। সময়ের সঙ্গে বদলে যাচ্ছে ফ্যাশন আর সঙ্গে তাল মিলিয়ে বদল হছে স্টাইলিশ খোঁপার ধরন। চুলের খোঁপা মানেই খুব জটিল তা ভাবার কারণ নেই। বাড়িতে বসেই আপনি করে নিতে পারবেন এই সহজ এবং নিত্যনতুন স্টাইলিশ খোঁপা। আপনি যদি কোনো স্পেশাল অনুষ্ঠানের জন্য শাড়ি পড়বেন ঠিক করেন তাহলে জেনে নিতে হবে নিত্যনতুন স্টাইলিশ খোঁপা করার নিয়ম। তা হলো-

চুলের খোঁপায় ডিজাইন: চুল হলো যে কোনো মেয়েদের কাছে সৌন্দর্যের মূল্যবান অংশ। তাই প্রতেকে এটি খুব যত্নে রাখে। চুলের খোঁপা হল চুল বাঁধার সুন্দর একটি হেয়ার ডিজাইন। বর্তমানে বিভিন্ন ধরণের খোঁপার ডিজাইন রয়েছে; যা দেখতে ইউনিক।
শাড়ির সঙ্গে মানানসই চুলের খোঁপার ডিজাইন: খোঁপার ভিন্ন রকমের ডিজাইন আছে। এক এক ধরনের খোঁপা এক একধরণের পোশাকের সঙ্গে মানানসই। আবার কিছু কিছু খোঁপা রয়েছে; যা দেখতে তো স্টাইলিশই সঙ্গে সব ধরণের পোশাকের সঙ্গে মানায়।

চুলের খোঁপার ডিজাইন রোপ ব্রেইড: রোপ ব্রেইড খোঁপাটি যেকোনো শাড়ির সঙ্গে বেশ মানানসই। দেখতেও বেশ ইউনিক লাগে। প্রথমে চুল ভালো করে আঁচড়ে পিছনের দিকে নিন। এবার ব্যান্ডের সাহায্য মাথার নীচের দিকে একটি পনি টেইল বেঁধে নেবেন। এরপর বেঁধে রাখা চুল দুই ভাগ করে নিয়ে দুই অংশে বেণি করে নেবেন। এবার বেণি দুটি হাত দিয়ে গোল করে খোঁপার মতো পেঁচিয়ে ক্লিপ দিয়ে আটকে নিন। যাদের মুখটা গোল, তারা সামনের দিকে পাফ করে নিতে পারেন এবং যাদের চাওড়া তারা সামনে একটু চুল ছেড়ে সাইড সিঁথি করে নেবেন।
চুলের খোঁপার ডিজাইন ফ্রেঞ্চ রোল: এই ধরনের খোঁপাগুলি খুব স্টাইলিশ এবং ইউনিক। পার্টিতে শাড়ি পড়ার পরিকল্পনা থাকলে এই ধরনের খোঁপা ট্রাই করতে পারেন। প্রথমে মাথার চুলগুলি আঁচড়ে মাথার ডান সাইডে নিয়ে আসুন এবং হেয়ার ক্লিপ দিয়ে আটকে নেবেন। এবার ডান দিকে বেঁধে রাখা চুল ধীরে ধীরে গুটিয়ে রোল করে নেবেন। রোলটি খোঁপার মতো করে মাথার মাঝখানে নিয়ে আসুন এবং হেয়ার ক্লিপ দিয়ে ভালোভাবে আটকে নিন যাতে খুলে না যায়। তাহলেই রেডি আপনার ফ্রেঞ্চ রোল খোঁপা।

চুলের খোঁপার ডিজাইন ফুলের খোঁপা: ছোট চুলে অনেকেই মনে করে খোঁপা বাঁধলে দেখতে বাজে লাগে। কিন্তু এমন কয়েকটি খোঁপা রয়েছে যা ছোট চুলের সঙেও মানানসই। এই ধরণের খোঁপাগুলি ছোট চুলের জন্য দুর্দান্ত। শাড়ির সঙ্গে তো মানানসই শালোয়ার কামিজের সঙ্গেও মন্দ লাগবে না। প্রথমে ভালো করে চুল আঁচড়ে পিছনে নিয়ে মাথার ঠিক মাঝখানে শুরু রাবার দিয়ে পুরো চুলটা বেঁধে নেবেন। এবার বেঁধে রাখা পনিটেইল থেকে মাঝখান কিছুটা চুল নিয়ে মুড়িয়ে ক্লিপ দিয়ে আলাদা করে রাখুন। এবার চারপাশে অবশিষ্ট চুলগুলি থেকে একটি অংশ নিয়ে ( ছবি অনুসরণ করুন) আঙ্গুল দিয়ে ধীরে ধীরে রোল করে ক্লিপ দিতে আটকে নিন। ঠিক একই রকম ভাবে বাদবাকি চুলগুলি ছোট ছোট অংশ করে রোল করে বেঁধে নেবেন। এবার মাঝখানে মুড়িয়ে রাখা চুলটি নিয়ে ছোট ছোট তিনটি ভাগ করুন। এবার প্রত্যেকটি আলাদা আলাদা ভাবে রোল করে মাঝখান লাগিয়ে ক্লিপ দিয়ে আটকে নিন ঠিক যেমনভাবে ছবিতে রয়েছে।
খোঁপার এই স্টাইলগুলো সবার পছন্দ হবে। এবার নিজের পছন্দমতো খোঁপা বেছে নিয়ে বিশেষ দিনে হয়ে উঠুন পরিপূর্ণ।