ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শাহরুখের ‘ইন্সপেক্টর গালিব’ কবে আসছে

  • আপডেট সময় : ০৬:৩৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খান ও বক্স অফিস বাজিমাত করা নির্মাতা মধুর ভাণ্ডারকর- এ দুই মহারথী এক হলে আলোড়ন সৃষ্টি হবে এটাই স্বাভাবিক। খ্যাতিমান এ নির্মাতা নাকি কিং খানকে পুলিশ রূপে তুলে বড়পর্দায় ধরতে চান। শুরুতে বলা হয়েছিল এটি গুঞ্জন। এবার পরিচালক নিজেই এ নিয়ে কথা বলেছেন। বেশ বছর কয়েক আগে শোনা গিয়েছিল, ‘ইন্সপেক্টর গালিব’ চরিত্রটির জন্য মধুর ভাণ্ডারকরের পছন্দ ছিল শাহরুখ খানকে।

কিন্তু এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি সেই সিনেমা। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মধুর ভাণ্ডারকর এ বিষয়ে কথা বলেন। তার ভাষ্য, ‘সেই সিনেমাটি এখনো আমার হাতে আছে। এর চিত্রনাট্যটা দারুণ ছিল। সিনেমাটি বানানোর খুবই ইচ্ছা ছিল। উত্তরপ্রদেশের পুলিশের ঘটনা নিয়ে সিনেমাটির গল্প। কিছু শেষমেশ হয়ে উঠল না। ২০১৮ সালে ভেবেছিলাম। কিন্তু তারপর তো করোনা মহামারি হানা দিল। এরপর আর যোগাযোগ করা হয়নি।’

সিনেমাপ্রেমীদের মনে প্রশ্ন জেগেছে, তাহলে কি আর কখনোই ‘ইন্সপেক্টর গালিব’ রূপে দেখা যাবে না শাহরুখকে? এ ব্যাপারে সম্পূর্ণ নিরাশ করেননি নির্মাতা মধুর। তিনি এ প্রসঙ্গে বলেছেন, ‘কোনো একদিন নিশ্চিতভাবেই সিনেমাটি করব। অ্যাকশনে ভরপুর একটা ছবি হবে। যেদিন হবে, এটাই সঠিক সময়, সেদিন বানাবোই।’ বর্তমাণে দুটি চিত্রনাট্যের কাজ চলছে পরিচালকের। একটি মুম্বাইয়ের অন্ধকার দিকটা নিয়ে এবং অন্যটি বলিউডের বধূদের নিয়ে। যদিও দুই সিনেমার কলাকুশলীদের নাম ফাঁস করেননি তিনি। তবে আপাতত যে ‘জওয়ানে’র সঙ্গে জুটি বাঁধার যে কোনো সম্ভাবনা নেই, সেটা নির্মাতা কথায় পরিষ্কার বোঝা গেছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শাহরুখের ‘ইন্সপেক্টর গালিব’ কবে আসছে

আপডেট সময় : ০৬:৩৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খান ও বক্স অফিস বাজিমাত করা নির্মাতা মধুর ভাণ্ডারকর- এ দুই মহারথী এক হলে আলোড়ন সৃষ্টি হবে এটাই স্বাভাবিক। খ্যাতিমান এ নির্মাতা নাকি কিং খানকে পুলিশ রূপে তুলে বড়পর্দায় ধরতে চান। শুরুতে বলা হয়েছিল এটি গুঞ্জন। এবার পরিচালক নিজেই এ নিয়ে কথা বলেছেন। বেশ বছর কয়েক আগে শোনা গিয়েছিল, ‘ইন্সপেক্টর গালিব’ চরিত্রটির জন্য মধুর ভাণ্ডারকরের পছন্দ ছিল শাহরুখ খানকে।

কিন্তু এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি সেই সিনেমা। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মধুর ভাণ্ডারকর এ বিষয়ে কথা বলেন। তার ভাষ্য, ‘সেই সিনেমাটি এখনো আমার হাতে আছে। এর চিত্রনাট্যটা দারুণ ছিল। সিনেমাটি বানানোর খুবই ইচ্ছা ছিল। উত্তরপ্রদেশের পুলিশের ঘটনা নিয়ে সিনেমাটির গল্প। কিছু শেষমেশ হয়ে উঠল না। ২০১৮ সালে ভেবেছিলাম। কিন্তু তারপর তো করোনা মহামারি হানা দিল। এরপর আর যোগাযোগ করা হয়নি।’

সিনেমাপ্রেমীদের মনে প্রশ্ন জেগেছে, তাহলে কি আর কখনোই ‘ইন্সপেক্টর গালিব’ রূপে দেখা যাবে না শাহরুখকে? এ ব্যাপারে সম্পূর্ণ নিরাশ করেননি নির্মাতা মধুর। তিনি এ প্রসঙ্গে বলেছেন, ‘কোনো একদিন নিশ্চিতভাবেই সিনেমাটি করব। অ্যাকশনে ভরপুর একটা ছবি হবে। যেদিন হবে, এটাই সঠিক সময়, সেদিন বানাবোই।’ বর্তমাণে দুটি চিত্রনাট্যের কাজ চলছে পরিচালকের। একটি মুম্বাইয়ের অন্ধকার দিকটা নিয়ে এবং অন্যটি বলিউডের বধূদের নিয়ে। যদিও দুই সিনেমার কলাকুশলীদের নাম ফাঁস করেননি তিনি। তবে আপাতত যে ‘জওয়ানে’র সঙ্গে জুটি বাঁধার যে কোনো সম্ভাবনা নেই, সেটা নির্মাতা কথায় পরিষ্কার বোঝা গেছে।