নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দৈনিক রোগী ছিল ৭ থেকে ৮ হাজার। পদ্মা সেতু হওয়ায় পর দৈনিক ৮ থেকে ৯ হাজার রোগী আসছে। বর্তমানে মেট্রোরেলের শাহবাগ স্টেশন চালু হওয়ায় এ সংখ্যা আরও বাড়বে। ১০ হাজার ছাড়িয়ে যাবে। বাড়তি রোগীদের যথাযথ ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিএসএমএমইউ কর্তৃপক্ষ ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছে।
গতকাল রোববার (৩১ ডিসেম্বর) সকালে মেট্রোরেলের শাহবাগ স্টেশন চালু হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে নেতৃত্ব দেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। এ সময় তিনি এ সব কথা বলেন। উপাচার্য বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন বলে আমরা মেট্রোরেল, পদ্মা সেতু, পদ্মা সেতুতে রেল সংযোগ পেয়েছি। নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু স্যাটেলাইট পেয়েছি তার কারণে। এ রকম অসংখ্যা বিস্ময়কর সাফল্য ও অর্জন রয়েছে। এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করতে হবে। আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনে ভোটারদের নিয়ে কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।’
র্যালিতে আরও ছিলেন– বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ।
রোববার মেট্রোরেলের কাওরান বাজার ও শাহবাগ স্টেশন চালু করা হয়েছে। এখন থেকে এ দুটি স্টেশনে মেট্রোরেল থামবে এবং বর্তমান সময়সূচি অনুযায়ী চলবে। এর মধ্য দিয়ে দেশের প্রথম মেট্রোরেলের উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সবগুলো স্টেশনই চালু হলো। শাহবাগ স্টেশন চালু হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট ছাত্রছাত্রী, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট, টেকনিশিয়ান, কর্মচারীসহ এই বিশ্ববিদ্যালয়ে কর্মরত সবার মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিএসএমএমইউ’র অনেকে শাহবাগ স্টেশন থেকে টিকিট কিনে মেট্রোরেলে ভ্রমণ করেন।