নিজস্ব প্রতিবেদক : ঢাকার শাহবাগে ম ইনামুল হককে প্রকাশ্যে চড় মারার ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেও প্রবীণ এই প্রকৌশলীকে হেনস্তার জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শাহবাগ থানা পুলিশ বলছে, তাদের কাছে কেউ এনিয়ে কোনো অভিযোগ করেননি। হেনস্তাকারী ওই ব্যক্তি মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়ন কৃষক লীগের নেতা বলে শনাক্ত করেছেন অনেকে। গাংনী থানা পুলিশও বলছে, শাহবাগের এই ঘটনায় ঢাকা থেকে কোনো নির্দেশনা পেলে তবেই ব্যবস্থা নিতে পারবেন তারা।
নদী গবেষণা ইনস্টিটিউট, হাওর ও জলাভূমি অধিদপ্তরসহ কয়েকটি সরকারি সংস্থার সাবেক মহাপরিচালক ইনামুল হক এখন ‘সর্বজন বিপ্লবী দল’ নামে একটি রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে সক্রিয়। গত ২৪ ডিসেম্বর শাহবাগে তার দল লিফলেট বিলি করছিল, সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেদিনের ঘটনা নিয়ে ইনামুল বলেন, প্রতি শনিবার তারা শাহবাগ মোড়ে জমায়েত হয়ে নিজেদের দলের লিফলেট বিলি করেন। তারা প্রতি সপ্তাহে প্রতীকী হরতালও আহ্বান করেন। গত শনিবার সেরকমই লিফলেট বিলি চলছিল। তখনই কয়েকজন এসে তাকে হেনস্তা করেন। ঘটনার ভিডিওতে দেখা যায়, একজন সাংবাদিক যখন ইনামুল হকের সাক্ষাৎকার নিচ্ছিলেন, তখন এক ব্যক্তি এসে হঠাৎই ওই প্রকৌশলীকে চড় মেরে বসেন। প্রবীণ একজন প্রকৌশলীকে এভাবে প্রকাশ্যে অপদস্থ করার সমালোচনা চলছে সোশাল মিডিয়ায়। দুই দিনেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভও প্রকাশ করেন অনেকে। শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক ভূইয়া গতকাল সোমবার সংবাদ মাধ্যমকে বলেন, “আমরা গণমাধ্যমে জানতে পেরেছি যে গত ২৪ ডিসেম্বর এধরনের একটি ঘটনা ঘটেছে। তবে আমরা এ ব্যাপারে কারও পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি।”
শাহবাগে প্রকৌশলী ইনামুলকে চড়, নেওয়া হয়নি কোনো ব্যবস্থা
ট্যাগস :
শাহবাগে প্রকৌশলী ইনামুলকে চড়
জনপ্রিয় সংবাদ