স্বাশ্বত প্রেম
আমি কারো আকাশ হতে চাইনি কখনো,
শুধু সৌরভ হয়ে ছুঁয়ে থাকতে চাই তোমায়।
আমি কারো সাগর হতে চাইনি কখনো,
শুধু বিস্তৃত হতে চাই সৈকতের বালুকণায়।
আমি কারো দীপালি হতে চাইনি কখনো,
শুধুই হারাতে চেয়েছি আঁধারের স্নিগ্ধতায়।
যদি তুমি চাও,
আমি তোমার আকাশ হতে রাজি আছি;
যদি তুমি সোনালি রোদ্দুর হয়ে মিশে থাকো।
যদি তুমি চাও,
আমি তোমার সাগর হতে রাজি আছি;
যদি তুমি মৎস্যকুমারী হয়ে সাঁতার কাটো।
যদি তুমি চাও,
আমি তোমার দীপালি হতে রাজি আছি;
যদি তুমি খোলা চুলে আঁধার পেরোতে পারো।
আমি কারো কবিতা হতে চাইনি কখনো,
শুধু কথাগুলো সাজাতে চেয়েছি অবেলায়।
আমি কারো বাশুরী হতে চাইনি কখনো,
শুধু ভাসতে চেয়েছি বিহুর সুরের মূর্ছনায়।
আমি কারো বন্ধন হতে চাইনি কখনো,
শুধুই চেয়েছি আবদ্ধ হতে নিমগ্ন আত্মায়।
যদি তুমি চাও,
আমি তোমার কবিতা হতে রাজি আছি;
যদি তোমার অব্যক্ত মনের ব্যথা পায় পূর্ণতা।
যদি তুমি চাও,
আমি তোমার সুরেলা বাঁশি হতে রাজি;
তুমি সুরের মূর্ছনায় খুঁজবে বুকে সন্ধ্যাতারা।
যদি তুমি চাও,
আমি তোমার বন্ধনে আবদ্ধ হতে পারি;
মাধুকরী হয়ে চেয়ে নিতে পারি ভালোবাসা।
আমি কারো ভাবনার ব্যত্যয় হতে চাই না;
তোমার স্বকীয় চিন্তাগুলো অনন্য মাত্রা পাক।
আমি কারো দিনলিপির পরিবর্তন চাই না;
শুধু আমাকে ব্যস্ততার ফাঁকে একটু স্মরণে থাক।
আমি কারো অবসরে কোনো সান্নিধ্য চাই না,
শুধু তার কফির ধোঁয়ায় এই মুখশ্রী ভেসে থাক।
যদি তুমি চাও,
আমি তোমার ভাবনার খোরাক হতে রাজি;
নীরবে আচ্ছন্ন করে দেবো তোমারই অন্তর মম।
যদি তুমি চাও,
আমি তোমার দিনগুলো গুছিয়ে দিতে পারি;
যেন আনন্দে পূর্ণতা পায় তোমার জীবন সম।
যদি তুমি চাও,
তোমার অবসরের আনন্দ হতে রাজি আছি,
যেন আরো প্রাণবন্ত করতে পারো প্রতিটি ক্ষণ।
ভালোবাসায় যদি রাখো কিছু ঋণের বোঝা,
অর্পিত সেই ঋণ শুধিব সুসময়ে সুদে-আসলে।
হৃদয় গহিনে বাসা বাঁধে প্রেমের ঘুণপোকা,
তবে নিরুপায় আমি, সারাতে হবে ভালোবেসে।
যদি হৃদয় অলিন্দে জন্মে অধিকারের ভাষা,
বুঝব তুমিই স্বাশ্বত প্রেমের মোহ মায়া, এই ভবে।
শারদ প্রাতে
গন্ধ বিধূর এই সমিরণে,
মন কাড়ে কে নিপবনে?
শারদ প্রাতে শিশির ভেজা;
শিউলি ফুলের গন্ধে মাখা।
সিক্ত পায়ে শঙ্কা নিয়ে
কোন বালিকা আসছে ধেয়ে! আটপৌরে শাড়ির আঁচল,
জড়িয়ে রাখে কোমর কোমল।
চকিতে হৃদয় রং বদলায়;
স্বর্গ ছুঁয়ে প্রণয় ঘনায়।
সবুজ ঘন শ্যামল বনে,
একটি পরীর আগমনে।
আজকের প্রত্যাশা/কেএমএএ