ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

শাহনূরের পদে শিল্পী সমিতির কমিটিতে ডাক পেলেন মুক্তি

  • আপডেট সময় : ০৫:৩৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা। তার পথ ধরে নব্বই দশকের শেষদিকে সিনেমায় আসেন রুমানা ইসলাম মুক্তি। বেশকিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘চাঁদের আলো’ সিনেমা দিয়ে তিনি তুমুল জনপ্রিয়তা পান। এরপর হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমায় তার অভিনয় প্রশংসা পেয়েছিল সর্ব মহলে। বর্তমানে সিনেমার অভিনয়ে অনিয়মিত মুক্তি। তবে সিনেমাপাড়ায় সরব রয়েছেন তিনি।

এবার যুক্ত হলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কমিটিতে। কমিটির নির্বাহী সদস্য পদ থেকে চিত্রনায়িকা শাহনূর বাদ পড়ায় তার জায়গায় মুক্তিকে মনোনীত করা হয়েছে বলে জানিয়েছেন সভাপতি মিশা সওদাগর।

গত রোববার শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের মিটিং শেষে সভাপতি মিশা সওদাগর মুক্তিকে শপথ পড়ান। এ তথ্য জানিয়েছেন তিনি। এসময় কার্যনির্বাহী পরিষদের অনেকেই উপস্থিত ছিলেন। তারা জানান, মুক্তিকে কমিটিতে পেয়ে আনন্দিত তারা। শিল্পী সমিতির সদস্য পদে যুক্ত হওয়া প্রসঙ্গে মুক্তি বলেন, ‘শিল্পী সমিতি সবসময়ই একটা আবেগের জায়গা আমাদের জন্য। মায়ের সুবাদে আমার আবেগটা সেই শিশুকাল থেকেই। এই সমিতির কমিটিতে যুক্ত হওয়াটা তাই দারুণ আনন্দের। এই কমিটির সদস্যরা দারুণ। আশা করছি কাজের অনেক সুযোগ পাবো।’

জানা গেছে, বেশকিছু দিন ধরে কার্যনির্বাহী সদস্য পদটি শূন্য ছিল। আরেক চিত্রনায়িকা শাহনূর পর পর ৩ মিটিংয়ের অধিক অনুপস্থিত থাকায় কার্যকরী পরিষদ তাকে কারণ দর্শানের নোটিশ দেন। তবে কোনো চিঠির উত্তর না মেলায় এবং সমিতির সঙ্গে সম্পূর্ণ ভাবে তার যোগাযোগ বিছিন্ন থাকায় গঠনতন্ত্র অনুযায়ী পদটি শূন্য হয়ে যায়। তারই পরিপ্রেক্ষিতে কার্যনির্বাহী পরিষদের সদস্য শাহনূরের স্থলাভিষিক্ত হয়েছেন মুক্তি। এদিকে খোঁজ নিয়ে জানা গেল,‘হাজার বছর ধরে’ ছবিখ্যাত অভিনেত্রী শাহনূর বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে বাঙালি কমিউনিটির নানা রকম অনুষ্ঠানে হাজির হতে দেখা যাচ্ছে তাকে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

শাহনূরের পদে শিল্পী সমিতির কমিটিতে ডাক পেলেন মুক্তি

আপডেট সময় : ০৫:৩৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা। তার পথ ধরে নব্বই দশকের শেষদিকে সিনেমায় আসেন রুমানা ইসলাম মুক্তি। বেশকিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘চাঁদের আলো’ সিনেমা দিয়ে তিনি তুমুল জনপ্রিয়তা পান। এরপর হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমায় তার অভিনয় প্রশংসা পেয়েছিল সর্ব মহলে। বর্তমানে সিনেমার অভিনয়ে অনিয়মিত মুক্তি। তবে সিনেমাপাড়ায় সরব রয়েছেন তিনি।

এবার যুক্ত হলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কমিটিতে। কমিটির নির্বাহী সদস্য পদ থেকে চিত্রনায়িকা শাহনূর বাদ পড়ায় তার জায়গায় মুক্তিকে মনোনীত করা হয়েছে বলে জানিয়েছেন সভাপতি মিশা সওদাগর।

গত রোববার শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের মিটিং শেষে সভাপতি মিশা সওদাগর মুক্তিকে শপথ পড়ান। এ তথ্য জানিয়েছেন তিনি। এসময় কার্যনির্বাহী পরিষদের অনেকেই উপস্থিত ছিলেন। তারা জানান, মুক্তিকে কমিটিতে পেয়ে আনন্দিত তারা। শিল্পী সমিতির সদস্য পদে যুক্ত হওয়া প্রসঙ্গে মুক্তি বলেন, ‘শিল্পী সমিতি সবসময়ই একটা আবেগের জায়গা আমাদের জন্য। মায়ের সুবাদে আমার আবেগটা সেই শিশুকাল থেকেই। এই সমিতির কমিটিতে যুক্ত হওয়াটা তাই দারুণ আনন্দের। এই কমিটির সদস্যরা দারুণ। আশা করছি কাজের অনেক সুযোগ পাবো।’

জানা গেছে, বেশকিছু দিন ধরে কার্যনির্বাহী সদস্য পদটি শূন্য ছিল। আরেক চিত্রনায়িকা শাহনূর পর পর ৩ মিটিংয়ের অধিক অনুপস্থিত থাকায় কার্যকরী পরিষদ তাকে কারণ দর্শানের নোটিশ দেন। তবে কোনো চিঠির উত্তর না মেলায় এবং সমিতির সঙ্গে সম্পূর্ণ ভাবে তার যোগাযোগ বিছিন্ন থাকায় গঠনতন্ত্র অনুযায়ী পদটি শূন্য হয়ে যায়। তারই পরিপ্রেক্ষিতে কার্যনির্বাহী পরিষদের সদস্য শাহনূরের স্থলাভিষিক্ত হয়েছেন মুক্তি। এদিকে খোঁজ নিয়ে জানা গেল,‘হাজার বছর ধরে’ ছবিখ্যাত অভিনেত্রী শাহনূর বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে বাঙালি কমিউনিটির নানা রকম অনুষ্ঠানে হাজির হতে দেখা যাচ্ছে তাকে।