ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

শাহজালালে পাঁচ কোটি টাকার স্বর্ণসহ নারী আটক

  • আপডেট সময় : ১২:৫০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাত কেজি স্বর্ণসহ এক মার্কিন পাসপোর্টধারী বাংলাদেশি নারীকে আটক করা হয়েছে। আটক সোনার বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। গতকাল মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার মো. সানোয়ারুল কবীর। আটক মাহানাজ চৌধুরী দুবাই ট্রানজিট হয়ে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় নেমেছেন। কাস্টম হাউসের উপকমিশনার জানান, এমিরেটস এয়ারলাইন্সের এক যাত্রীর মাধ্যমে বিমানবন্দর দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হওয়ার খবর ছিল। এর পর পুরো বিমানবন্দরজুড়ে কঠোর নজরদারি নেওয়া হয়। যাত্রী মাহানাজ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে মঙ্গলবার সকালে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করলে তাকে শনাক্ত করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বর্ণ বহনের কথা অস্বীকার করেন। সানোয়ারুল কবীর জানান, যাত্রী মাহানাজ চৌধুরীর কাছ থেকে ৫৯ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। এগুলোর ওজন ছয় কেজি ৮০০ গ্রাম। বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজ থেকে যাত্রীকে আটক করা হয়। আটক সোনার বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি এবং কাস্টম আইনে দুটি মামলা করা হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শাহজালালে পাঁচ কোটি টাকার স্বর্ণসহ নারী আটক

আপডেট সময় : ১২:৫০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাত কেজি স্বর্ণসহ এক মার্কিন পাসপোর্টধারী বাংলাদেশি নারীকে আটক করা হয়েছে। আটক সোনার বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। গতকাল মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার মো. সানোয়ারুল কবীর। আটক মাহানাজ চৌধুরী দুবাই ট্রানজিট হয়ে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় নেমেছেন। কাস্টম হাউসের উপকমিশনার জানান, এমিরেটস এয়ারলাইন্সের এক যাত্রীর মাধ্যমে বিমানবন্দর দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হওয়ার খবর ছিল। এর পর পুরো বিমানবন্দরজুড়ে কঠোর নজরদারি নেওয়া হয়। যাত্রী মাহানাজ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে মঙ্গলবার সকালে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করলে তাকে শনাক্ত করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বর্ণ বহনের কথা অস্বীকার করেন। সানোয়ারুল কবীর জানান, যাত্রী মাহানাজ চৌধুরীর কাছ থেকে ৫৯ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। এগুলোর ওজন ছয় কেজি ৮০০ গ্রাম। বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজ থেকে যাত্রীকে আটক করা হয়। আটক সোনার বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি এবং কাস্টম আইনে দুটি মামলা করা হবে।