নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত একটি বিমানের ভেতর থেকে ৯০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় সাড়ে ১০ কেজি এবং বাজারমূল্য প্রায় সাত কোটি টাকা।
গতকাল বৃহস্পতিবার শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে গতকাল (বৃহস্পতিবার) বিকেলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার্যালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুবাই ফেরত একটি ফ্লাইট থেকে কাস্টমস গোয়েন্দা প্রায় সাত কোটি টাকা মূল্যের ৯০টি স্বর্ণবার উদ্ধার করে। যার ওজন সাড়ে ১০ কেজি।
শাহজালালে দুবাইফেরত বিমান থেকে ৭ কোটি টাকার স্বর্ণ জব্দ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ