ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

শাহজালালের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজের অগ্রগতি ১৭ শতাংশ

  • আপডেট সময় : ০২:০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
  • ৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজের অগ্রগতি ১৭ শতাংশ, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। এ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি জানান, আন্তর্জাতিক মানের অত্যাধুনিক তৃতীয় টার্মিনালটি নির্মিত হলে বিশ্বের অন্যতম দৃষ্টিনন্দন টার্মিনাল হিসেবে সুনাম অর্জন করবে। জানা যায়, টার্মিনালটির নির্মাণ শেষ করার পরিকল্পনা অনুযায়ী কাজের অগ্রগতির লক্ষ্যমাত্রা হলো ১৪ দশমিক ২ শতাংশ। বাস্তবে অগ্রগতি ১৬ দশমিক ৫, অর্থাৎ প্রায় ১৭ শতাংশ।
এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, করোনাকালে বিশ্বের বিভিন্ন উন্নয়নকাজ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। তৃতীয় টার্মিনালের কাজ একদিনের জন্য বন্ধ থাকেনি। নির্ধারিত সময়ের আগেই এ প্রকল্পের নির্মাণকাজ শেষ হবে।
গতকাল শনিবার দুপুরে শাহজালাল বিমানবন্দরের টার্মিনালের কাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম বা এডিসি ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের কাজ চলছে। জাপানের দুটি ও কোরিয়ার একটি কোম্পানির প্রকৌশলীদের সার্বিক তত্ত্বাবধানে প্রকল্পের কাজ এগিয়ে চলছে। মোট নির্মাণ ব্যয়ের মধ্যে সরকার ৬০ দশমিক ৭ বিলিয়ন ও জাইকা ১২৪ দশমিক ৯ বিলিয়ন ডলার দেবে।
শনিবার দুপুরে মন্ত্রী, বেবিচক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা টার্মিনাল কাজের অগ্রগতি পরিদর্শনে এলে এডিসির প্রকৌশলীরা কাজের অগ্রগতি তুলে ধরেন। তারা জানান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অধীনে এ প্রকল্পটির নির্মানকাজ ২০২০ সালের ৬ এপ্রিল শুরু হয়। পরবর্তী ৪৮ মাস অর্থাৎ ২০২৪ সালের এপ্রিলে কাজ শেষ হওয়ার কথা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শাহজালালের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজের অগ্রগতি ১৭ শতাংশ

আপডেট সময় : ০২:০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজের অগ্রগতি ১৭ শতাংশ, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। এ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি জানান, আন্তর্জাতিক মানের অত্যাধুনিক তৃতীয় টার্মিনালটি নির্মিত হলে বিশ্বের অন্যতম দৃষ্টিনন্দন টার্মিনাল হিসেবে সুনাম অর্জন করবে। জানা যায়, টার্মিনালটির নির্মাণ শেষ করার পরিকল্পনা অনুযায়ী কাজের অগ্রগতির লক্ষ্যমাত্রা হলো ১৪ দশমিক ২ শতাংশ। বাস্তবে অগ্রগতি ১৬ দশমিক ৫, অর্থাৎ প্রায় ১৭ শতাংশ।
এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, করোনাকালে বিশ্বের বিভিন্ন উন্নয়নকাজ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। তৃতীয় টার্মিনালের কাজ একদিনের জন্য বন্ধ থাকেনি। নির্ধারিত সময়ের আগেই এ প্রকল্পের নির্মাণকাজ শেষ হবে।
গতকাল শনিবার দুপুরে শাহজালাল বিমানবন্দরের টার্মিনালের কাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম বা এডিসি ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের কাজ চলছে। জাপানের দুটি ও কোরিয়ার একটি কোম্পানির প্রকৌশলীদের সার্বিক তত্ত্বাবধানে প্রকল্পের কাজ এগিয়ে চলছে। মোট নির্মাণ ব্যয়ের মধ্যে সরকার ৬০ দশমিক ৭ বিলিয়ন ও জাইকা ১২৪ দশমিক ৯ বিলিয়ন ডলার দেবে।
শনিবার দুপুরে মন্ত্রী, বেবিচক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা টার্মিনাল কাজের অগ্রগতি পরিদর্শনে এলে এডিসির প্রকৌশলীরা কাজের অগ্রগতি তুলে ধরেন। তারা জানান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অধীনে এ প্রকল্পটির নির্মানকাজ ২০২০ সালের ৬ এপ্রিল শুরু হয়। পরবর্তী ৪৮ মাস অর্থাৎ ২০২৪ সালের এপ্রিলে কাজ শেষ হওয়ার কথা।