বিনোদন ডেস্ক: ওপার বাংলার এখনকার সময়ের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। তার অভিনীত নতুন ছবি ‘অমর সঙ্গী’ মুক্তি পেয়েছে সদ্যই। ছবিটি সোহিনীর জীবনে নাকি খুব ‘স্পেশাল’! কারণ হিসেবে নায়িকা জানান, তার বাস্তবজীবনের সম্পর্কের কথা। গত বছরের মাঝামাঝিতে সংগীতশিল্পী শোভনের সঙ্গে প্রেম করে বিয়ে করেন সোহিনী।
গণমাধ্যমকে নায়িকা জানালেন, ‘অমর সঙ্গী’ ছবির শুটিংয়ের সময়ই নাকি শোভনের সঙ্গে আলাপ, প্রেম হয় সোহিনীর। তবে শাশুড়ির সঙ্গে নিজের সমীকরণ নিয়ে অকপট নায়িকা। বললেন, ‘আমার সংসারে শাশুড়ি-বৌমার রসায়নটা আলাদা। বাড়ি ফিরে ফ্রিজের কোন তাকে কী আছে, কী রান্না হলো সেই নিয়ে আমি জিজ্ঞাসাবাদ শুরু করি। এই বাড়িতে আমার মা, আর ওই বাড়িতে আমার শাশুড়িমা আমাকে ভয় পায়। শোভন তো বলে কে শাশুড়ি, কে বউমা বোঝার উপায় নেই।’