প্রত্যাশা ডেস্ক : শাশুড়িকে বিয়ে করার মতো একজন যোগ্য পাত্রের জন্য বিজ্ঞাপন দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাডসন উপত্যকার একজন নারী। তিনি নিজের পরিচয় গোপন রেখেছেন। সেই পাত্রকে ১ হাজার ডলার পুরস্কার দেয়ারও ঘোষণা করেছেন তিনি।
বিজ্ঞাপনে ওই নারী জানিয়েছেন, তাঁর ৫১ বছর বয়সী শাশুড়ির একজন সঙ্গী খুবই প্রয়োজন। শাশুড়ি চাইছেন এমন একজন সঙ্গী যিনি তাকে বিয়ে করবেন। পুত্রবধু এও জানিয়েছেন, খুব শিগগিরই তাঁর শাশুড়ির বিয়েটা তিনি দিতে চাইছেন হাডসন উপত্যকাতেই। তবে তার জন্য পাত্রকে একটি ডিনারে হাজির হতে হবে। শাশুড়ি তাঁর হবু বরকে একবার দেখে কিছু কথা বলে নেবেন তাঁর সঙ্গে।
শাশুড়ির বিয়ের জন্য পাত্র চেয়ে পুত্রবধূর বিজ্ঞাপন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ