প্রত্যাশা ডেস্ক : ইউরোপিয়ান স্পেস এজেন্সি আগামীতে শারীরিকভাবে প্রতিবন্ধীদের মহাকাশে পাঠানোর পরিকল্পনা করছে। বিশ্বে যা প্রথমবার ঘটতে চলেছে। আগামী দশকে অন্তত ১ জন প্রতিবন্ধী অ্যাস্ট্রোনাট মহাকাশে পাঠাতে চাইছে সংস্থাটি।
মহাকাশচারী হওয়ার জন্য ইউরোপের ২৫টি দেশ থেকে আবেদন চেয়ে বিপুল সাড়া পেয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। আবেদন এসেছে ২২ হাজার। তার মধ্যে শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে এমন ব্যক্তির সংখ্যা ২০০। তা দেখে বিহ্বল সংস্থাটি।
এর প্রধান জোসেফ অ্যাশবাকার বলেছেন, তিনি বিশ্বাস করেন মহাকাশে যাওয়ার স্বপ্ন কারও একচেটিয়া হতে পারে না। ‘মহাকাশ প্রত্যেকের’। ছেলেবেলায় অস্ট্রিয়ায় পাহাড়ি খামারে বসে রাতের আকাশে তারা দেখা ছিল তার নেশা। বহু মানুষই যে সেই টান অনুভব করেন, সেটা নিজেকে দিয়েই অনুভব করেন অ্যাশবাকার। জানেন, শুধু শারীরিক ভাবে সুস্থ-সক্ষমরাই নন, শারীরিক প্রতিবন্ধীরাও মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখতে পারেন। অ্যাশবাকার বিশেষ করে খুশি এই কারণে যে, সেই স্বপ্ন সত্যি হওয়ার দরজা অচিরেই তারা খুলে দিতে চলেছেন ইচ্ছুকের সামনে।
শারীরিক প্রতিবন্ধীরাও যেতে পারবে মহাকাশে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ