ক্রীড়া প্রতবিদেক: ঢাকা প্রিমিয়ার লিগে বিকেএসপিতে শামীম মিয়া ও তোফায়েল আহমেদের দারুণ বোলিংয়ে ১৬১ রানে অলআউট হয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। প্রতিপক্ষকে অল্প রানে বেঁধে গাজী গ্রুপের দুই ব্যাটার সাদিকুর রহমান ও এনামুল হক বিজয়ের জোড়া হাফসেঞ্চুরিতে দলটা ১৭.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে।
২২ রানে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন শামীম। বিকেএসপিতে ১৬২ রানের লক্ষ্যে খেলতে নেমে গাজীর দুই ওপেনার সাদিকুর রহমান ও এনামুল হক বিজয় মিলে ৯২ রানের জুটি গড়ে দলের জয় অনেকটাই সহজ করে দেন। ৫০ রান করে সাদিকুর ও ৫২ রান করে এনামুল আউট হওয়ার পর বাকি পথটুকু অনায়াসে পাড়ি দেন সালমান হোসেন ইমন ও শামসুর রহমান শুভ। তাদের ৬০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৭.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে গাজী গ্রুপ। সালমান ২৬ বলে ২৩ এবং শুভ ২৪ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন। শাইনপুকুরের বোলারদের মধ্যে আল ফায়াদ ও রাফিউজ্জামান রাফি প্রত্যেকেটি প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছিলেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। তার পর শামীম মিয়া ও তোফায়েল আহমেদের বোলিং তোপে ৪৫.২ ওভারে ১৬১ রানে থেমে যায় দলটির ইনিংস। সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস আসে জুবায়ের হোসেনের ব্যাট থেকে। এছাড়া অনিক সরকার ২৯ ও রায়হান রাফসান খেলেন ২৬ রানের ইনিংস। গাজীর বোলারদের মধ্যে ২২ রানে তিনটি উইকেট নেন শামীম। অন্যদিকে ২৪ রানে তিনটি উইকেট শিকার করেন তোফায়েল।