ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫

শামির চেয়ে ভালো বোলার ভারতে আছে : পন্টিং

  • আপডেট সময় : ১১:০৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
  • ৮৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : চলতি মাসের ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের জন্য ভারতীয় দলে সুযোগ হয়নি পেস তারকা মোহাম্মদ শামির। টি-টোয়েন্টি ফরম্যাটের এই আসরে শামির সুযোগ না পাওয়া নিয়ে ভারতের ক্রিকেটাঙ্গনে বেশ আলোচনা চলছে। বিশেষজ্ঞদের বেশিরভাগেরই ধারণা, এশিয়া কাপের স্কোয়াডে শামির সুযোগ পাওয়া উচিত ছিল। কিন্তু অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক রিকি পন্টিং অবশ্য তেমনটা মনে করছেন না।
পন্টিংয়ের মতে, এই মুহূর্তে টি-টোয়েন্টি ক্রিকেটে শামির চেয়ে অনেক ভালো পেসার আছে ভারতের হাতে। তাই টি-টোয়েন্টি ক্রিকেটে অন্তত প্রথম তিনজন ভারতীয় পেসারের মধ্যে শামির নাম বিবেচিত না হওয়াই স্বাভাবিক। দ্য আইসিসি রিভিউয়ে শামিকে নিয়ে পন্টিং বলেন, ‘দীর্ঘদিন ধরেই শামি ভারতের হয়ে দুর্দান্ত বল করছে। যদি তাকেদক্ষতা বিচার করেন, তবে টেস্ট ক্রিকেটেই তাকে বেশি কার্যকরী দেখাবে। ‘ এরপর এশিয়া কাপে শামির সুযোগ না পাওয়া প্রসঙ্গে পন্টিং বলেন, ‘আমি মনে করি টি-টোয়েন্টি ক্রিকেটে শামির চেয়ে ভালো বোলার ভারতের হাতে আছে। তাছাড়া ভারত (এশিয়া কাপের জন্য) মাত্র ৩ জন পেসার বেছে নিয়েছে। যদি ৪ জন পেসারকে দলে নিত, তাহলে হয়ত চতুর্থ পেসার হিসেবে শামির নাম বিবেচিত হতে পারত। ‘ উল্লেখ্য, মোহাম্মদ শামি শেষবার ভারতের হয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে মাঠে নেমেছেন গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে নমিবিয়ার বিপক্ষে। তারপর থেকে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে তার জায়গা হয়নি। এখনও পর্যন্ত ভারতের হয়ে মোট ১৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শামি। উইকেট নিয়েছেন ১৮টি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শামির চেয়ে ভালো বোলার ভারতে আছে : পন্টিং

আপডেট সময় : ১১:০৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২

ক্রীড়া ডেস্ক : চলতি মাসের ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের জন্য ভারতীয় দলে সুযোগ হয়নি পেস তারকা মোহাম্মদ শামির। টি-টোয়েন্টি ফরম্যাটের এই আসরে শামির সুযোগ না পাওয়া নিয়ে ভারতের ক্রিকেটাঙ্গনে বেশ আলোচনা চলছে। বিশেষজ্ঞদের বেশিরভাগেরই ধারণা, এশিয়া কাপের স্কোয়াডে শামির সুযোগ পাওয়া উচিত ছিল। কিন্তু অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক রিকি পন্টিং অবশ্য তেমনটা মনে করছেন না।
পন্টিংয়ের মতে, এই মুহূর্তে টি-টোয়েন্টি ক্রিকেটে শামির চেয়ে অনেক ভালো পেসার আছে ভারতের হাতে। তাই টি-টোয়েন্টি ক্রিকেটে অন্তত প্রথম তিনজন ভারতীয় পেসারের মধ্যে শামির নাম বিবেচিত না হওয়াই স্বাভাবিক। দ্য আইসিসি রিভিউয়ে শামিকে নিয়ে পন্টিং বলেন, ‘দীর্ঘদিন ধরেই শামি ভারতের হয়ে দুর্দান্ত বল করছে। যদি তাকেদক্ষতা বিচার করেন, তবে টেস্ট ক্রিকেটেই তাকে বেশি কার্যকরী দেখাবে। ‘ এরপর এশিয়া কাপে শামির সুযোগ না পাওয়া প্রসঙ্গে পন্টিং বলেন, ‘আমি মনে করি টি-টোয়েন্টি ক্রিকেটে শামির চেয়ে ভালো বোলার ভারতের হাতে আছে। তাছাড়া ভারত (এশিয়া কাপের জন্য) মাত্র ৩ জন পেসার বেছে নিয়েছে। যদি ৪ জন পেসারকে দলে নিত, তাহলে হয়ত চতুর্থ পেসার হিসেবে শামির নাম বিবেচিত হতে পারত। ‘ উল্লেখ্য, মোহাম্মদ শামি শেষবার ভারতের হয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে মাঠে নেমেছেন গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে নমিবিয়ার বিপক্ষে। তারপর থেকে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে তার জায়গা হয়নি। এখনও পর্যন্ত ভারতের হয়ে মোট ১৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শামি। উইকেট নিয়েছেন ১৮টি।