ক্রীড়া ডেস্ক : ভারতের বাঁহাতি বোলার যশপ্রীত বুমরা পিঠের চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। তার জায়গায় দলে ডাকা হয়েছে আরেক অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামিকে। বৈশ্বিক আসরে দলের গুরুত্বপূর্ণ পেসার নেই, তাছাড়া ডেথ ওভারে যার বোলিং নৈপুণ্য চোখে পড়ার মতো। তাকে ছাড়াই বৈশ্বিক আসরে নামবে ভারতীয়রা। এদিকে শামি গত একবছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেললেও আইপিএলে গুজরাটের জয়ে বড় চমক দেখিয়েছেন। ৩২ বছর বয়সি এই পেসার ১৬ ম্যাচে গড়ে ৮ রান দিয়ে ২০ উইকেট নেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অধিনায়ক রোহিত শর্মা বলেন, বুমরার ইনজুরি নিয়ে বেশ কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে কথা হয়েছে। তার মত, বিশ্বকাপে খেলার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার ক্যারিয়ার। ২৭ বছর বয়সি এই খেলোয়াড়ের হাতে ক্রিকেট খেলার অনেক সময় পড়ে আছে।
রোহিত আরও বলেন, ‘আমরা ঝুঁকি নিতে চাই না। বেশ কয়েকজন বিশেষজ্ঞ একই কথা বলেছেন। তার সামনে ক্রিকেট খেলার অনেক সময় অছে। সে ভারতের হয়ে খেলবে এবং ম্যাচ জয়ে ভূমিকাও রাখবে। নিঃসন্দেহে রোমঞ্চকর এ আসরে আমরা তাকে মিস করবো।’ বুমরার মতোই পিঠের চোটে অস্ট্রেলিয়ায় যাওয়া হয়নি রিজার্ভে থাকা আরেক পেসার দীপক চাহারের। নতুন করে মোহাম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুরকে রিজার্ভ হিসেবে ডেকে নিয়েছে ভারত। শামিসহ এ তিনজন খেলোয়াড় এরই মধ্যে অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দিয়েছেন। রোহিত বলেন, ‘আমরা এখন ব্রিসবনে আছি। আগামীকাল আমাদের প্রস্তুতি পর্ব আছে। শামিও দলের সঙ্গে অনুশীলন করবে, শামি সম্পর্কে আমরা এখন পর্যন্ত যা শুনেছি, তা ইতিবাচক। তার ৩-৪টি বোলিং সেশন ভালো হয়েছে।’
শামিকে নিয়ে ইতিবাচক রোহিত
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ