ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

শামিকে ছাড়াই অস্ট্রেলিয়া সফরে ভারত, দলে অভিষেকের অপেক্ষায় তিন জন

  • আপডেট সময় : ০৫:০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: মোহাম্মদ শামির জাতীয় দলে ফেরার অপেক্ষা বাড়ল আরও। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডেও নেই অভিজ্ঞ এই পেসার। ডাক পেলেন অভিষেকের অপেক্ষায় থাকা তিন ক্রিকেটার- ওপেনার আভিমান্যু ইশ্বরন, অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি ও পেসার হার্শিত রানা। নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের মাঝে বোর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ টেস্টের জন্য শুক্রবার রাতে ১৮ সদস্যের দল দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই।
ফিরেছেন পেসার প্রাসিধ কৃষ্ণা। কুঁচকির চোটের কারণে নেই বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ ইয়াদাভ। নিউ জিল্যান্ড সিরিজের দলে থাকা আকসার প্যাটেলও এবারের দলে নেই। শামি এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। গত বছরের ১৯ নভেম্বর ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর আর কোনো ধরনের ক্রিকেটে খেলতে পারেননি শামি। অ্যাঙ্কেলের চোটের কারণে অস্ত্রোপচারের পর মাঠে ফেরার পথে লম্বা পুনর্বাসন চলছে তার। গত রোববার ভারত-নিউ জিল্যান্ড বেঙ্গালুরু টেস্ট শেষ হওয়ার পর মূল উইকেটে লম্বা সময় বোলিং অনুশীলন করেন তিনি। পরদিন বলেন, এখন তিনি ‘শতভাগ ব্যথামুক্ত’ অনুভব করছেন। অস্ট্রেলিয়া সফরের জন্য ফিট হয়ে উঠতে রাঞ্জি ট্রফিতে একটি-দুটি ম্যাচ খেলতে চাওয়ার ইচ্ছার কথাও বলেন। তবে আগেই দল ঘোষণা করে দিল ভারত। এই মৌসুমে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন ইশ্বরন। লাল বলের প্রতিযোগিতা দুলিপ ট্রফিতে তিনি সেঞ্চুরি করেন দুটি (১৫৭*, ১১৬), আরেকটি সেঞ্চুরি করেন ইরানি ট্রফিতে (১৯১)। রাঞ্জি ট্রফিও শুরু করেন তিনি সেঞ্চুরি দিয়ে (১২৭*)। এর আগে ২০২২ সালে বাংলাদেশ সফরে টেস্ট দলে ডাক পেলেও খেলার সুযোগ তিনি পাননি। এবার তার অভিষেকের সম্ভাবনা প্রবল। ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ায় প্রথম দুই টেস্টের একটিতে অনুপস্থিত থাকতে পারেন অধিনায়ক রোহিত শার্মা। সেক্ষেত্রে ইয়াসাসভি জয়সওয়ালের ওপেনিং সঙ্গী হিসেবে দেখা যেতে পারে ইশ্বরনকে।
২৯ বছর বয়সী এই ক্রিকেটারের প্রথম শ্রেণির ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত ৯৯ ম্যাচে ৪৯.৯২ গড়ে ৭ হাজার ৬৩৮ রান করেছেন ২৭টি সেঞ্চুরিতে। দলে স্পিনিং অলরাউন্ডার তিন জন- রাভিচান্দ্রান অশ্বিন, রাভিন্দ্রা জাদেজা ও ওয়াশিংটন সুন্দার। নিউ জিল্যান্ডের বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্ট দিয়ে সাড়ে তিন বছর পর ফিরে প্রথম ইনিংসে ৭টিসহ এখন পর্যন্ত ম্যাচে তিনি নিয়েছেন ১১ উইকেট। দলে পেস বোলিং অলরাউন্ডার শুধু নিতিশ। ২১ বছর বয়সী এই ক্রিকেটারের সম্প্রতি টি-টোয়েন্টি অভিষেক হয় বাংলাদেশের বিপক্ষে। নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে রিজার্ভ খেলোয়াড় হিসেবে স্কোয়াডে আছেন নিতিশ, হার্শিত ও প্রাসিধ। এবার তারা সুযোগ পেলেন মূল দলে। পেস বিভাগে জাসপ্রিত বুমরাহর সঙ্গে থাকছেন মোহাম্মদ সিরাজ, আকাশ দিপ, প্রাসিধ ও হার্শিত। ২২ বছর বয়সী হার্শিত এখন পর্যন্ত ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৩৬টি। ২১ বছর বয়সী নিতিশ খেলেছেন ২১টি প্রথম শ্রেণির ম্যাচ; ৭০৮ রান করার পাশাপাশি তিনি উইকেট নিয়েছেন ৫৫টি। পার্থে আগামী ১৫ নভেম্বর থেকে ভারত ‘এ’ দলের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করবে রোহিতরা। পার্থ স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ২২ নভেম্বর। অস্ট্রেলিয়ায় সবশেষ দুই সফরেই ভারত টেস্ট সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে।
ভারত টেস্ট দল: রোহিত শার্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), ইয়াসাসভি জয়সওয়াল, আভিমান্যু ইশ্বরন, শুবমান গিল, ভিরাট কোহলি, লোকেশ রাহুল, রিশাভ পান্ত, সারফারাজ খান, ধ্রুব জুরেল, রাভিচান্দ্রান অশ্বিন, রাভিন্দ্রা জাদেজা, মোহাম্মাদ সিরাজ, আকাশ দিপ, প্রাসিধ কৃষ্ণা, হার্শিত রানা, নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দার
রিজার্ভ: মুকেশ কুমার, নাভদিপ সাইনি, খালিল আহমেদ

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

শামিকে ছাড়াই অস্ট্রেলিয়া সফরে ভারত, দলে অভিষেকের অপেক্ষায় তিন জন

আপডেট সময় : ০৫:০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

ক্রীড়া ডেস্ক: মোহাম্মদ শামির জাতীয় দলে ফেরার অপেক্ষা বাড়ল আরও। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডেও নেই অভিজ্ঞ এই পেসার। ডাক পেলেন অভিষেকের অপেক্ষায় থাকা তিন ক্রিকেটার- ওপেনার আভিমান্যু ইশ্বরন, অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি ও পেসার হার্শিত রানা। নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের মাঝে বোর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ টেস্টের জন্য শুক্রবার রাতে ১৮ সদস্যের দল দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই।
ফিরেছেন পেসার প্রাসিধ কৃষ্ণা। কুঁচকির চোটের কারণে নেই বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ ইয়াদাভ। নিউ জিল্যান্ড সিরিজের দলে থাকা আকসার প্যাটেলও এবারের দলে নেই। শামি এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। গত বছরের ১৯ নভেম্বর ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর আর কোনো ধরনের ক্রিকেটে খেলতে পারেননি শামি। অ্যাঙ্কেলের চোটের কারণে অস্ত্রোপচারের পর মাঠে ফেরার পথে লম্বা পুনর্বাসন চলছে তার। গত রোববার ভারত-নিউ জিল্যান্ড বেঙ্গালুরু টেস্ট শেষ হওয়ার পর মূল উইকেটে লম্বা সময় বোলিং অনুশীলন করেন তিনি। পরদিন বলেন, এখন তিনি ‘শতভাগ ব্যথামুক্ত’ অনুভব করছেন। অস্ট্রেলিয়া সফরের জন্য ফিট হয়ে উঠতে রাঞ্জি ট্রফিতে একটি-দুটি ম্যাচ খেলতে চাওয়ার ইচ্ছার কথাও বলেন। তবে আগেই দল ঘোষণা করে দিল ভারত। এই মৌসুমে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন ইশ্বরন। লাল বলের প্রতিযোগিতা দুলিপ ট্রফিতে তিনি সেঞ্চুরি করেন দুটি (১৫৭*, ১১৬), আরেকটি সেঞ্চুরি করেন ইরানি ট্রফিতে (১৯১)। রাঞ্জি ট্রফিও শুরু করেন তিনি সেঞ্চুরি দিয়ে (১২৭*)। এর আগে ২০২২ সালে বাংলাদেশ সফরে টেস্ট দলে ডাক পেলেও খেলার সুযোগ তিনি পাননি। এবার তার অভিষেকের সম্ভাবনা প্রবল। ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ায় প্রথম দুই টেস্টের একটিতে অনুপস্থিত থাকতে পারেন অধিনায়ক রোহিত শার্মা। সেক্ষেত্রে ইয়াসাসভি জয়সওয়ালের ওপেনিং সঙ্গী হিসেবে দেখা যেতে পারে ইশ্বরনকে।
২৯ বছর বয়সী এই ক্রিকেটারের প্রথম শ্রেণির ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত ৯৯ ম্যাচে ৪৯.৯২ গড়ে ৭ হাজার ৬৩৮ রান করেছেন ২৭টি সেঞ্চুরিতে। দলে স্পিনিং অলরাউন্ডার তিন জন- রাভিচান্দ্রান অশ্বিন, রাভিন্দ্রা জাদেজা ও ওয়াশিংটন সুন্দার। নিউ জিল্যান্ডের বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্ট দিয়ে সাড়ে তিন বছর পর ফিরে প্রথম ইনিংসে ৭টিসহ এখন পর্যন্ত ম্যাচে তিনি নিয়েছেন ১১ উইকেট। দলে পেস বোলিং অলরাউন্ডার শুধু নিতিশ। ২১ বছর বয়সী এই ক্রিকেটারের সম্প্রতি টি-টোয়েন্টি অভিষেক হয় বাংলাদেশের বিপক্ষে। নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে রিজার্ভ খেলোয়াড় হিসেবে স্কোয়াডে আছেন নিতিশ, হার্শিত ও প্রাসিধ। এবার তারা সুযোগ পেলেন মূল দলে। পেস বিভাগে জাসপ্রিত বুমরাহর সঙ্গে থাকছেন মোহাম্মদ সিরাজ, আকাশ দিপ, প্রাসিধ ও হার্শিত। ২২ বছর বয়সী হার্শিত এখন পর্যন্ত ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৩৬টি। ২১ বছর বয়সী নিতিশ খেলেছেন ২১টি প্রথম শ্রেণির ম্যাচ; ৭০৮ রান করার পাশাপাশি তিনি উইকেট নিয়েছেন ৫৫টি। পার্থে আগামী ১৫ নভেম্বর থেকে ভারত ‘এ’ দলের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করবে রোহিতরা। পার্থ স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ২২ নভেম্বর। অস্ট্রেলিয়ায় সবশেষ দুই সফরেই ভারত টেস্ট সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে।
ভারত টেস্ট দল: রোহিত শার্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), ইয়াসাসভি জয়সওয়াল, আভিমান্যু ইশ্বরন, শুবমান গিল, ভিরাট কোহলি, লোকেশ রাহুল, রিশাভ পান্ত, সারফারাজ খান, ধ্রুব জুরেল, রাভিচান্দ্রান অশ্বিন, রাভিন্দ্রা জাদেজা, মোহাম্মাদ সিরাজ, আকাশ দিপ, প্রাসিধ কৃষ্ণা, হার্শিত রানা, নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দার
রিজার্ভ: মুকেশ কুমার, নাভদিপ সাইনি, খালিল আহমেদ