ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

শাবিপ্রবিতে হবে ১০০০ আসন বিশিষ্ট হুমায়ুন রশিদ চৌধুরী হল

  • আপডেট সময় : ১০:২৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নির্মিত হতে যাচ্ছে ১০০০ আসন বিশিষ্ট চতুর্থ ছাত্রহল। হলটি সিলেটের কৃতি সন্তান ও সাবেক স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরীর নামে নামকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত রোববার (৯ জুন) বিকেলে নামকরণের বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। বিশ্ববিদ্যালয়ের ২৩২তম সিন্ডিকেট সভার এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান তিনি। উপাচার্য বলেন, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে সিলেটের কৃতি সন্তান হুমায়ুন রশিদ চৌধুরী গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। উনার নিরলস প্রচেষ্টা ও আন্তরিকতায় সিলেটের মাটিতে দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বাঙালি জাতির ক্রান্তিকালে হুমায়ুন রশিদ চৌধুরী ভূমিকা ছিল অনস্বীকার্য। তাই আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল হুমায়ুন রশিদ চৌধুরীর সম্মানার্থে তার নামে একটি ভবনের নামকরণ করা। অবশেষে আমাদের সে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প-২ এর অধীনে ১০০০ আসন বিশিষ্ট চতুর্থ ছাত্র হল নির্মিত হবে। আমরা সেই হলটি প্রয়াত হুমায়ুন রশিদ চৌধুরীর নামে নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে হলটি নির্মাণের টেন্ডারও হয়েছে। আশা করছি দ্রুতই হলটি নির্মাণের কাজ শুরু হবে। উল্লেখ্য, ২০১১ সালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ছাত্রী হল হিসেবে আত্মপ্রকাশ করে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল। হলটি হুমায়ুন রশিদ চৌধুরীর মায়ের নামে নামকরণ করা হয়। বেগম সিরাজুন্নেসা চৌধুরী পাকিস্তানের তৃতীয় জাতীয় পরিষদের সদস্য ছিলেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মরক্কোয় ই-পাসপোর্ট সেবার উদ্বোধন, দ্রুত ও নিরাপদ সেবা পাবেন প্রবাসীরা

শাবিপ্রবিতে হবে ১০০০ আসন বিশিষ্ট হুমায়ুন রশিদ চৌধুরী হল

আপডেট সময় : ১০:২৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নির্মিত হতে যাচ্ছে ১০০০ আসন বিশিষ্ট চতুর্থ ছাত্রহল। হলটি সিলেটের কৃতি সন্তান ও সাবেক স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরীর নামে নামকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত রোববার (৯ জুন) বিকেলে নামকরণের বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। বিশ্ববিদ্যালয়ের ২৩২তম সিন্ডিকেট সভার এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান তিনি। উপাচার্য বলেন, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে সিলেটের কৃতি সন্তান হুমায়ুন রশিদ চৌধুরী গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। উনার নিরলস প্রচেষ্টা ও আন্তরিকতায় সিলেটের মাটিতে দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বাঙালি জাতির ক্রান্তিকালে হুমায়ুন রশিদ চৌধুরী ভূমিকা ছিল অনস্বীকার্য। তাই আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল হুমায়ুন রশিদ চৌধুরীর সম্মানার্থে তার নামে একটি ভবনের নামকরণ করা। অবশেষে আমাদের সে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প-২ এর অধীনে ১০০০ আসন বিশিষ্ট চতুর্থ ছাত্র হল নির্মিত হবে। আমরা সেই হলটি প্রয়াত হুমায়ুন রশিদ চৌধুরীর নামে নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে হলটি নির্মাণের টেন্ডারও হয়েছে। আশা করছি দ্রুতই হলটি নির্মাণের কাজ শুরু হবে। উল্লেখ্য, ২০১১ সালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ছাত্রী হল হিসেবে আত্মপ্রকাশ করে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল। হলটি হুমায়ুন রশিদ চৌধুরীর মায়ের নামে নামকরণ করা হয়। বেগম সিরাজুন্নেসা চৌধুরী পাকিস্তানের তৃতীয় জাতীয় পরিষদের সদস্য ছিলেন।