ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

শাপলা সেন্টারকে দিয়ে পাসপোর্ট জমা দেবে না বায়রা, সৌদি দূতাবাসের সিদ্ধান্ত বদলের দাবি

  • আপডেট সময় : ০২:৫০:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
  • ৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশি কর্মীদের পাসপোর্ট তৃতীয় একটি পক্ষের মাধ্যমে জমা নেওয়ার বিষয়ে সৌদি দূতাবাসের নেওয়া সিদ্ধান্ত বাতিলের দাবি তুলেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ বায়রা। দেশের জনশক্তি রপ্তানিকারকদের সংগঠনটি বলছে, পাসপোর্ট জমা নিতে শাপলা সেন্টার নামক একটি প্রতিষ্ঠান নিয়োগ করে রিক্রুটিং এজেন্সিগুলোকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে। সৌদি মিশনের এই সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা পাসপোর্ট জমা দেবেন না। রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার অনুষ্ঠিত বায়রার এক জরুরি সভা থেকে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি মো. আবুল বাসার। সৌদিগামী বাংলাদেশি কর্মীদের পাসপোর্ট গ্রহণ ও ভিসা স্ট্যাম্পিংয়ের বিষয়ে ‘শাপলা সেন্টার’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে সৌদি দূতাবাস। ১৫ অক্টোবর থেকে আর কোনো পাসপোর্ট সরাসরি রিক্রুটিং এজেন্টের কাছ থেকে নেওয়া হবে না বলেও জানানো হয়েছে। এই তৃতীয় পক্ষের পাসপোর্ট জমার বিষয়ে আপত্তি তুলেছে বায়রা। সংগঠনটি বলছে, অসৎ কোনো উদ্দেশ্য থেকে কেউ সৌদি দূতাবাসকে এই পরামর্শ দিয়েছে। সৌদি মিশনকে আপত্তি জানানোর পরও তারা বিষয়টি আমলে নেয়নি।
বায়রা সভাপতি মো. আবুল বাসার বলেন, ‘আমাদের প্রশ্ন সৌদি অ্যাম্বেসির মাথায় এই তৃতীয় পক্ষকে নিয়োগের বিষয়টি ঢোকালো কে? এখানে কারও না কারও অসৎ উদ্দেশ্য রয়েছে। সৌদি দূতাবাস মানুষের জটলা নিয়ে সমস্যা মনে করলে তারা সেটি বায়রার ওপর ছেড়ে দিতে পারে। আমরা নিজেদের খরচে জায়গা তৈরি করে কাজটি করবো।’
এই প্রস্তাব সৌদি আরব দূতাবাসের কাউন্সিলরের কাছে দিয়েছেন জানিয়ে বায়রা সভাপতি বলেন, ‘আমরা প্রস্তাব দিলাম, তিনি কোনো জবাব দেননি। এরপর দেখলাম তারা আমাদের প্রস্তাব আমলে না নিয়ে শাপলা সেন্টারের মাধ্যমে পাসপোর্ট জমা দিতে নোটিশ পাঠিয়েছেন।’
জানা গেছে, তৃতীয় পক্ষের মাধ্যমে সৌদিগামী কর্মীদের পাসপোর্ট জমা নিতে ভারতেও একই নিয়ম করতে চেয়েছিল সেদেশের সৌদি মিশন। কিন্তু ভারতীয় রিক্রুট এজেন্টদের কারণে সেখানে সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে পারেনি তারা।
বিষয়টি তুলে ধরে বায়রা সভাপতি বলেন, ‘ভারত যদি পেরে থাকে আমরা কেন পারবো না? সৌদি মিশন এই সিদ্ধান্ত না বদলালে আমরা রবিবার (১৬ অক্টোবর) থেকে পাসপোর্ট দেবো না। যদি কারো ভিসার মেয়াদ ফুরিয়ে যায় তাও জমা দেবো না।’
বায়রার এই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কোনও সদস্য এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকার প্রমাণ মিললে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন বায়রা সভাপতি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শাপলা সেন্টারকে দিয়ে পাসপোর্ট জমা দেবে না বায়রা, সৌদি দূতাবাসের সিদ্ধান্ত বদলের দাবি

আপডেট সময় : ০২:৫০:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশি কর্মীদের পাসপোর্ট তৃতীয় একটি পক্ষের মাধ্যমে জমা নেওয়ার বিষয়ে সৌদি দূতাবাসের নেওয়া সিদ্ধান্ত বাতিলের দাবি তুলেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ বায়রা। দেশের জনশক্তি রপ্তানিকারকদের সংগঠনটি বলছে, পাসপোর্ট জমা নিতে শাপলা সেন্টার নামক একটি প্রতিষ্ঠান নিয়োগ করে রিক্রুটিং এজেন্সিগুলোকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে। সৌদি মিশনের এই সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা পাসপোর্ট জমা দেবেন না। রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার অনুষ্ঠিত বায়রার এক জরুরি সভা থেকে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি মো. আবুল বাসার। সৌদিগামী বাংলাদেশি কর্মীদের পাসপোর্ট গ্রহণ ও ভিসা স্ট্যাম্পিংয়ের বিষয়ে ‘শাপলা সেন্টার’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে সৌদি দূতাবাস। ১৫ অক্টোবর থেকে আর কোনো পাসপোর্ট সরাসরি রিক্রুটিং এজেন্টের কাছ থেকে নেওয়া হবে না বলেও জানানো হয়েছে। এই তৃতীয় পক্ষের পাসপোর্ট জমার বিষয়ে আপত্তি তুলেছে বায়রা। সংগঠনটি বলছে, অসৎ কোনো উদ্দেশ্য থেকে কেউ সৌদি দূতাবাসকে এই পরামর্শ দিয়েছে। সৌদি মিশনকে আপত্তি জানানোর পরও তারা বিষয়টি আমলে নেয়নি।
বায়রা সভাপতি মো. আবুল বাসার বলেন, ‘আমাদের প্রশ্ন সৌদি অ্যাম্বেসির মাথায় এই তৃতীয় পক্ষকে নিয়োগের বিষয়টি ঢোকালো কে? এখানে কারও না কারও অসৎ উদ্দেশ্য রয়েছে। সৌদি দূতাবাস মানুষের জটলা নিয়ে সমস্যা মনে করলে তারা সেটি বায়রার ওপর ছেড়ে দিতে পারে। আমরা নিজেদের খরচে জায়গা তৈরি করে কাজটি করবো।’
এই প্রস্তাব সৌদি আরব দূতাবাসের কাউন্সিলরের কাছে দিয়েছেন জানিয়ে বায়রা সভাপতি বলেন, ‘আমরা প্রস্তাব দিলাম, তিনি কোনো জবাব দেননি। এরপর দেখলাম তারা আমাদের প্রস্তাব আমলে না নিয়ে শাপলা সেন্টারের মাধ্যমে পাসপোর্ট জমা দিতে নোটিশ পাঠিয়েছেন।’
জানা গেছে, তৃতীয় পক্ষের মাধ্যমে সৌদিগামী কর্মীদের পাসপোর্ট জমা নিতে ভারতেও একই নিয়ম করতে চেয়েছিল সেদেশের সৌদি মিশন। কিন্তু ভারতীয় রিক্রুট এজেন্টদের কারণে সেখানে সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে পারেনি তারা।
বিষয়টি তুলে ধরে বায়রা সভাপতি বলেন, ‘ভারত যদি পেরে থাকে আমরা কেন পারবো না? সৌদি মিশন এই সিদ্ধান্ত না বদলালে আমরা রবিবার (১৬ অক্টোবর) থেকে পাসপোর্ট দেবো না। যদি কারো ভিসার মেয়াদ ফুরিয়ে যায় তাও জমা দেবো না।’
বায়রার এই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কোনও সদস্য এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকার প্রমাণ মিললে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন বায়রা সভাপতি।