ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫

শাপলা বিলে টিকটক করতে গিয়ে নৌকা ডুবে দুজনের মৃত্যু

  • আপডেট সময় : ০৭:০৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের কাপাসিয়া উপজেলার শাপলা বিলে মোবাইলে ভিডিও ধারণ করার সময় নৌকা ডুবে দুজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামের বিলে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাপাসিয়া স্টেশনের লিডার মো. সাবেদ আলী খান। নিহতরা হলেন- মো. বাইজিদ (২৫) ও মো. মাহিন (১৬)। বায়েজীদ ময়মনসিংহের ভালুকা থানার জামিরদিয়া গ্রামের ফরহাদ উদ্দিনের ছেলে এবং মাহিন গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের নূরে আলমের ছেলে।

আহত ও স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাবেদ বলেন, শুক্রবার সকালে ছোট নৌকা ভাড়া নিয়ে শাপলা বিলে ঘুরতে যান পাশের শ্রীপুর উপজেলা থেকে আসা পাঁচজন। নৌকায় থাকা অবস্থায় তারা মোবাইল দিয়ে টিকটক করার কাজে মেতে উঠেন। একপর্যায়ে দুলুনিতে নৌকাটি ডুবে যায়। তিনি আরো বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ওই দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পান এলাকাবাসী এক যুবকের লাশ উদ্ধার করে বিলের কিনারে রেখেছে এবং গুরুতর আহত অবস্থায় দুইজনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া নৌকায় থাকা একই এলাকার আকাশ (২২) ও তুহিন (১৬) বিল থেকে উঠে আসতে পেরেছে। তারাও সামান্য আহত হয়েছে এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, মাহিন নামের একজনকে মৃত অবস্থায় অবস্থায় আনা হয়েছিল। লিডার সাবেদ আলী বলেন, প্রতি বছরই কাপাসিয়ার টোক ইউনিয়নের কাওরা বিলে পানি বাড়লে লাল শাপলায় মনোরম পরিবেশ তৈরি হয়। তাই বিলটি শাপলার বিল নামে পরিচিত। বর্ষার দিনে বিলে ঘুরতে শত শত মানুষ ভিড় জমায়। এ সময় বিলে ঘুরে বেড়াতে প্রতি ঘণ্টা ১০০ থেকে ২০০ টাকা ভাড়ায় ছোট-বড় নৌকা পাওয়া যায়। কিন্তু অনেকেই নৌকায় উঠে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন ছাড়াই মোবাইলে ভিডিও বা ছবি ধারণে ব্যস্ত হয়ে পড়েন। এতে দুর্ঘটনার সম্ভাবনা সৃষ্টি হয়। কাপাসিয়া থানার ওসি মোহম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে কোনোদিনই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেবো না: মির্জা ফখরুল

শাপলা বিলে টিকটক করতে গিয়ে নৌকা ডুবে দুজনের মৃত্যু

আপডেট সময় : ০৭:০৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫

গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের কাপাসিয়া উপজেলার শাপলা বিলে মোবাইলে ভিডিও ধারণ করার সময় নৌকা ডুবে দুজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামের বিলে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাপাসিয়া স্টেশনের লিডার মো. সাবেদ আলী খান। নিহতরা হলেন- মো. বাইজিদ (২৫) ও মো. মাহিন (১৬)। বায়েজীদ ময়মনসিংহের ভালুকা থানার জামিরদিয়া গ্রামের ফরহাদ উদ্দিনের ছেলে এবং মাহিন গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের নূরে আলমের ছেলে।

আহত ও স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাবেদ বলেন, শুক্রবার সকালে ছোট নৌকা ভাড়া নিয়ে শাপলা বিলে ঘুরতে যান পাশের শ্রীপুর উপজেলা থেকে আসা পাঁচজন। নৌকায় থাকা অবস্থায় তারা মোবাইল দিয়ে টিকটক করার কাজে মেতে উঠেন। একপর্যায়ে দুলুনিতে নৌকাটি ডুবে যায়। তিনি আরো বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ওই দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পান এলাকাবাসী এক যুবকের লাশ উদ্ধার করে বিলের কিনারে রেখেছে এবং গুরুতর আহত অবস্থায় দুইজনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া নৌকায় থাকা একই এলাকার আকাশ (২২) ও তুহিন (১৬) বিল থেকে উঠে আসতে পেরেছে। তারাও সামান্য আহত হয়েছে এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, মাহিন নামের একজনকে মৃত অবস্থায় অবস্থায় আনা হয়েছিল। লিডার সাবেদ আলী বলেন, প্রতি বছরই কাপাসিয়ার টোক ইউনিয়নের কাওরা বিলে পানি বাড়লে লাল শাপলায় মনোরম পরিবেশ তৈরি হয়। তাই বিলটি শাপলার বিল নামে পরিচিত। বর্ষার দিনে বিলে ঘুরতে শত শত মানুষ ভিড় জমায়। এ সময় বিলে ঘুরে বেড়াতে প্রতি ঘণ্টা ১০০ থেকে ২০০ টাকা ভাড়ায় ছোট-বড় নৌকা পাওয়া যায়। কিন্তু অনেকেই নৌকায় উঠে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন ছাড়াই মোবাইলে ভিডিও বা ছবি ধারণে ব্যস্ত হয়ে পড়েন। এতে দুর্ঘটনার সম্ভাবনা সৃষ্টি হয়। কাপাসিয়া থানার ওসি মোহম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।