নিজস্ব প্রতিবেদক: শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিমিটেড-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ ইমামুল কবীর শান্ত ও তাঁর পরলোকগত পিতা মরহুম দ্বীন মুহাম্মদ লস্কর, মা মরহুমা মাহমুদা খাতুন ও পরিবারের অন্যান্য প্রয়াত সদস্যসহ আত্মীয়-স্বজনদের আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর প্রতিষ্ঠিত সকল প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনায় প্রতি বছরের ন্যায় এবারও দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৫ রমজান, ২৬ মার্চ বুধবার মহান স্বাধীনতা দিবসে রাজধানীর কুর্মিটোলা আর্মি গলফ ক্লাব ও গার্ডেন অডিটোরিয়ামে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিমিটেডের বর্তমান চেয়ারম্যান, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং দৈনিক আজকের প্রত্যাশার সম্পাদক ডা. মোঃ আহসানুল কবির।
মহান স্বাধীনতা দিবসের এই ইফতার অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তাঁর আপন মেজ ভাই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবীর শান্ত এবং সকল শহিদ মুক্তিযোদ্ধাসহ সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়া উপস্থিত অতিথিবৃন্দকে পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম ও ট্রেজারার প্রফেসর শামসুন নাহার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টিবৃন্দ ও রেজিস্ট্রারসহ কর্মকর্তাবৃন্দ এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিমিটেডের ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান পুলক এবং ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক আজকের প্রত্যাশার প্রকাশক প্রকৌশলী শেখ তানভীর আহমেদ রনিসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, শান্ত-মারিয়াম ফাউন্ডেশন পরিচালিত সকল প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন ব্যবসায়ীসহ কূটনীতিক, বরেণ্য শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সবশেষে অনুষ্ঠানের চিফ অর্গানাইজার শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের পরিচালক উইং কমান্ডার (অবঃ) এম মতিউর রহমান অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপনসহ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
[সানা-০০২৭-০৩-২৫]