নিজস্ব প্রতিবেদক: শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবীর শান্ত’র ৭১তম জন্মদিন ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ডে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
প্রতি বছরের মতো এবারও তাঁর প্রতিষ্ঠিত শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিমিটেড একযোগে পালন করেছে দিনটি। এ উপলক্ষ্যে দরিদ্র ও অসহায় মানুষদের আর্থিকসহ বিভিন্ন সহায়তা কার্যক্রম এবং নানা আয়োজন আর আনুষ্ঠানিকতা ছিল।
দিনের শুরুতে শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবীর শান্ত’র বনানী কবরস্থানে মরহুমের সমাধিতে পুস্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হয়। শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিঃ-এর বর্তমান চেয়ারম্যান ডা. মোঃ আহসানুল কবির এর নেতৃত্বে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিমিটেড এবং মরহুমের পরিবারবর্গসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, কর্মচারীবৃন্দ ও আত্মীয়-স্বজনদের অনেকেই উপস্থিত ছিলেন।
![](https://ajkerprottasha.com/wp-content/uploads/2025/02/smf-p-2.jpg)
এরপর উত্তরায় প্রতিষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবীর শান্ত স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির শিক্ষার্থীরা ও প্রতিষ্ঠানের অন্যান্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ সময় শান্ত মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিঃ-এর চেয়ারম্যান ডা. মোঃ আহসানুল কবির এবং বোর্ড অব ট্রাস্টিজ-এর অন্যান্য সদস্যও উপস্থিত ছিলেন।
বিকেলে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি মিলনায়তনে শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের বর্তমান চেয়ারম্যান ডা. মোঃ আহসানুল কবির-এর সভাপতিত্বে বিশেষ আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্টজনেরা বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবীর শান্ত’র সৃজনশীল ও কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির সঙ্গীত ও নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সংস্কৃতিজনেদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এর আগে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।