ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ভবনে একাডেমিক কার্যক্রমের উদ্বোধন

  • আপডেট সময় : ০৬:২৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

ছবি আজকের প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক:পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, দোয়া ও ফিতা কেটে বৃহস্পতিবার (৯ অক্টোবর) শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ভবনের একাডেমিক কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

এর মধ্য দিয়ে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্ত এর স্বপ্নের অগ্রগতি হয়েছে মর্মে শোকর গুজার করে সংক্ষিপ্ত আলোচনা ও তাঁর আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনাসহ ভবনের অবশিষ্ট কাজ আরো দ্রুত সম্পন্ন করার ব্যপারে আশাবাদ ব্যক্ত করা হয়।

নতুন ভবনের এই অংশে এএমএমটি’র সুইং ল্যাব ও ডিসপ্লে সেন্টার, কম্পিউটার ল্যাব, ফাইন আর্টের পেইন্টিং ল্যাব ও ক্যান্টিনসহ বিভিন্ন প্রোগ্রামের একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে।

বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক।

এ সময় শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চেয়রম্যান ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা. আহসানুল কবীর, বোর্ড অব ট্রাস্টিজের অন্যান্য সদস্যবৃন্দ, শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান, শান্ত-মারিয়াম হোংহে কনফুশিয়াস ক্লাসরুমের চীনা ও বাংলাদেশী পরিচালক জাংশি ফ্লিপ ও মহিউদ্দিন তাহেরসহ শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষক-কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৩ জানুয়ারি অত্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দ্বিতীয় পর্বের নির্মাণ কাজের শুভ সূচনা করা হয় এবং ২০১৭ সালের ২০ জুলাই ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্যে দিয়ে শুরু হয়েছিল এর স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজ। উত্তরা ১৭ নং সেক্টর লেক সংলগ্ন ৩.৭ বিঘা জমিতে ১০তলা সুরম্য ভবনে গড়ে তোলা হয়েছে দেশের প্রথম ফ্যাশন, ডিজাইন ও অ্যাপারেল বিশেষায়ীত সাংস্কৃতিক তথা সৃজনশীল এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস। অতঃপর ৪ ডিসেম্বর-২০২১ থেকে স্থায়ী ক্যাম্পাসে শুরু হয় সার্বিক একাডেমীক কার্যক্রম।

ওআ/আপ্র/০৯/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

অনেক বছর পর সত্যিকারের গণতান্ত্রিক ভোট হবে: প্রধান উপদেষ্টা

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ভবনে একাডেমিক কার্যক্রমের উদ্বোধন

আপডেট সময় : ০৬:২৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক:পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, দোয়া ও ফিতা কেটে বৃহস্পতিবার (৯ অক্টোবর) শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ভবনের একাডেমিক কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

এর মধ্য দিয়ে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্ত এর স্বপ্নের অগ্রগতি হয়েছে মর্মে শোকর গুজার করে সংক্ষিপ্ত আলোচনা ও তাঁর আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনাসহ ভবনের অবশিষ্ট কাজ আরো দ্রুত সম্পন্ন করার ব্যপারে আশাবাদ ব্যক্ত করা হয়।

নতুন ভবনের এই অংশে এএমএমটি’র সুইং ল্যাব ও ডিসপ্লে সেন্টার, কম্পিউটার ল্যাব, ফাইন আর্টের পেইন্টিং ল্যাব ও ক্যান্টিনসহ বিভিন্ন প্রোগ্রামের একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে।

বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক।

এ সময় শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চেয়রম্যান ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা. আহসানুল কবীর, বোর্ড অব ট্রাস্টিজের অন্যান্য সদস্যবৃন্দ, শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান, শান্ত-মারিয়াম হোংহে কনফুশিয়াস ক্লাসরুমের চীনা ও বাংলাদেশী পরিচালক জাংশি ফ্লিপ ও মহিউদ্দিন তাহেরসহ শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষক-কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৩ জানুয়ারি অত্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দ্বিতীয় পর্বের নির্মাণ কাজের শুভ সূচনা করা হয় এবং ২০১৭ সালের ২০ জুলাই ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্যে দিয়ে শুরু হয়েছিল এর স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজ। উত্তরা ১৭ নং সেক্টর লেক সংলগ্ন ৩.৭ বিঘা জমিতে ১০তলা সুরম্য ভবনে গড়ে তোলা হয়েছে দেশের প্রথম ফ্যাশন, ডিজাইন ও অ্যাপারেল বিশেষায়ীত সাংস্কৃতিক তথা সৃজনশীল এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস। অতঃপর ৪ ডিসেম্বর-২০২১ থেকে স্থায়ী ক্যাম্পাসে শুরু হয় সার্বিক একাডেমীক কার্যক্রম।

ওআ/আপ্র/০৯/১০/২০২৫