নিজস্ব প্রতিবেদক : শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবীর শান্ত’র চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (৩০ মে) তাঁর প্রতিষ্ঠিত শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিমিটেড নানা কর্মসূচি গ্রহণ করেছে।
দিনের শুরুতে রাজধানীর বনানী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করবেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের বর্তমান চেয়ারম্যান ডা. মোঃ আহসানুল কবির, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি বোর্ড অফ ট্রাস্টিজ-এর চেয়ারম্যান চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। এছাড়া সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক আজকের প্রত্যাশার প্রকাশক ইঞ্জিনিয়ার শেখ তানভীর আহমেদ রনির নেতৃত্বে কবরস্থানে দোয়া ও পুষ্পস্তবক অর্পণ করা হবে।
বাদ জোহর উত্তরা ১৭ নং ক্যাম্পাসে সম্মিলিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া খতমে কোরআন, খাবার বিতরণ, রক্তদানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে স্মরণ করা হবে।
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০২০ সালের ৩০ মে শনিবার সকাল সাতটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন জাতির এই শ্রেষ্ঠ সন্তান। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। শেষ ইচ্ছা অনুযায়ী রাজধানীর বনানী কবরস্থানে তাঁর মায়ের কবরে তাঁকে দাফন করা হয়।
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি বোর্ড অফ ট্রাস্টিজ, সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিমিটেড এবং শান্তনিবাসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও মোঃ ইমামুল কবীর শান্ত। এছাড়া দৈনিক আজকের প্রত্যাশা’র সম্পাদক ছিলেন তিনি। মো. ইমামুল কবীর শান্ত ১৯৫৪ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার নাখালপাড়ায় এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পৈত্রিক নিবাস খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামে। পিতা মরহুম দীন মোহাম্মদ লস্কর এবং মা মাহমুদা খাতুন।
শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবীর শান্ত’র চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ
জনপ্রিয় সংবাদ