প্রত্যাশা ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শান্তি আলোচনার জন্য প্রস্তুত কিয়েভ, তবে মস্কোর দাবি অনুযায়ী কোনো ইউক্রেনীয় ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করবে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি বলেন, আলোচনার স্থান নিয়ে কিয়েভের কোনো আপত্তি নেই। রাশিয়া ও তার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ ছাড়া যেকোনও জায়গায় বৈঠক হতে পারে। তিনি বলেন, আমরা এখন যে অবস্থানে আছি, সেখান থেকেই কূটনীতির পথে এগোব।
এক ইঞ্চিও পিছু হটব না, আমাদের রাষ্ট্রের কোনো অংশ ছেড়ে দেব না। সম্প্রতি এই মাসে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে এক সম্মেলনের পরিকল্পনা স্থগিত হয়েছে। রাশিয়া যুদ্ধবিরতির শর্ত হিসেবে ইউক্রেনের কাছ থেকে আরো ভূখণ্ড ছাড়ের দাবি অব্যাহত রাখায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বর্তমান ফ্রন্টলাইনের ভিত্তিতে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যুক্তরাষ্ট্র এটি প্রকাশ্যে জানিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এমন বার্তা দিয়েছেন। হাঙ্গেরিতে বৈঠক নিয়ে জেলেনস্কি বলেন, দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ইউক্রেনবিরোধী অবস্থান নিলেও তিনি আলোচনায় যেতে প্রস্তুত। যদি ফল পাওয়া যায়, আলোচনা যেকোনও জায়গায় হতে পারে। শুধু রাশিয়া বা বেলারুশে নয়। একই সঙ্গে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, রাশিয়ার ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের। তিনি বলেন, ট্রাম্প সম্প্রতি মস্কোর দুটি বৃহত্তম তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন, তবে আরো পদক্ষেপ প্রয়োজন। ইউক্রেনের অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়েও জেলেনস্কি সতর্ক করেন। তার মতে, যুদ্ধকালীন সংকট মোকাবিলায় ইউরোপীয় মিত্রদের কাছ থেকে আগামী দুই থেকে তিন বছর অব্যাহত আর্থিক সহায়তা জরুরি।
সানা/আপ্র/২৮/১০/২০২৫























