বিনোদন প্রতিবেদক : ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের ৪৩তম জন্মদিন ছিল গতকাল সোমবার। বিশেষ এ দিনে বড় ঘোষণা দিল তার প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস। বড় বাজেটের এক ছবি বানাতে চলেছেন কিং খান। নাম ‘রাজকুমার’। সেটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। তার বিপরীতে থাকবেন এক মার্কিন অভিনেত্রী। ছবিটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন শাকিব খান। সেখানেই নিউ ইয়র্ক শহরের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল নতুন এ ছবির মহরত। সেখানে শাকিবের নতুন নায়িকাকে পরিচয় করিয়ে দেওয়া হয়। কিং খানের এসকে ফিল্মসের সঙ্গে যৌথভাবে ‘রাজকুমার’ ছবিটির প্রযোজনায় থাকবেন জাকারিয়া মাসুদ ও কাজী রিটন।
এ প্রসঙ্গে প্রযোজক জাকারিয়া বলেন, দীর্ঘ ২০ বছর ধরে নাটক প্রযোজনা করছি। এবারই প্রথম সিনেমায় লগ্নি করছি। তাই আয়োজনের কমতি রাখতে চাই না। শুধু বাংলাদেশে নয়, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, ভারতসহ বেশ কয়েকটি দেশে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের। আমাদের এই উদ্যোগ বাংলাদেশের সিনেমার জন্য নতুন দ্বার খুলে দেবে।’ জানা গেছে, আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রে শুরু হবে শাকিব খানের নতুন সিনেমা ‘রাজকুমার’-এর শুটিং। হলিউডসহ সেখানকার বিখ্যাত কিছু স্থানে চিত্রায়িত হবে এটি। গত বছরের নভেম্বরে ঢালিউডের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যান শাকিব খান। পরে তিনি সেখানে থেকে যান। কয়েকদিন পরই আবেদন করেন মার্কিন নাগরিকত্বের জন্য। শর্ত মতো তাকে যুক্তরাষ্ট্রে টানা ছয় মাস থাকতে হবে। আবেদনের সেই শর্ত পূরণে এখনো নিউ ইয়র্কে রয়েছেন কিং খান। দেশে ফিরবেন এ বছরই।
শাকিব খানের জন্মদিনে এলো বড় ঘোষণা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ