ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫

শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল

  • আপডেট সময় : ১১:৫৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: জল্পনার যেন শেষই হচ্ছে না আপকামিং সিনেমা ‘তুফান’ নিয়ে। শাকিব খানকে সামনে রেখে ধারাবাহিকভাবে কাস্টিং চমক ও গুঞ্জনের জন্ম দিয়ে চলেছেন নির্মাতা রায়হান রাফী। ছবিটি নিয়ে শেষ গুঞ্জন ছিলো শাকিব খানের বিপরীতে এই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী। তবে বিষয়টি নিয়ে মুখ খুলছিলো না সংশ্লিষ্টরা। অবশেষে ছবিটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান চরকি জানালো, গঞ্জনটাই সত্যি। ‘তুফান’-এর বিশেষ চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরী। এর আগে গত বছরের শেষের দিকে বেশ ঘটা করে ঘোষণা দেয়া হয় ‘তুফান’-এর। নায়ক শাকিব খান ও নির্মাতা রায়হান রাফী জুটির প্রথম সিনেমা এটি। আসন্ন ঈদে মুক্তির প্রস্তুতি চলছে। যাতে শাকিব খানের সঙ্গে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা। দুই নায়িকা ফিট হলেও শাকিব খানের বিপরীতে ভয়ংকর একটি চরিত্র নিয়ে বিপাকেই ছিলেন সংশ্লিষ্টরা। প্রথমে এই চরিত্রের নাম শোনা গেছে আফরান নিশোর নাম। পরে কলকাতার যীশু সেনগুপ্ত। তবে এবার সংশ্লিষ্টরা নিশ্চিত করলেন চঞ্চল চৌধুরীর নাম। এই সিনেমায় নিজের উপস্থিতি নিয়ে চঞ্চল বলেন, ‘এতে আমাকে বিশেষ একটা চরিত্রে দেখা যাবে। রায়হান রাফী এই সময়ের প্রতিভাবান একজন পরিচালক। সেই সাথে শাকিবের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের জায়গা একদম অন্যরকম। তার সাথে কাজ করতে পারলে ভালো লাগবে। আর এতো বড় তিনটা প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে অবশ্যই ভালো কিছুই হবে।’
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘চঞ্চল ভাইকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তিনি আমাদের জন্য গর্ব। দেশের গ-ি পেরিয়ে বাইরেও তার কাজের সুখ্যাতি রয়েছে। তার সঙ্গে আমার বেশ কিছু কাজের অভিজ্ঞতা হয়েছে। তুফান সিনেমায় তার এই উপস্থিতি অন্যরকম মাত্রা যোগ করবে বলে আমি মনে করি।’ ‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ বাংলাদেশ, আলফা আই ও চরকি। এই তিন প্রযোজনা প্রতিষ্ঠান ‘তুফান’-এর আগে আরেকটি বড় সিনেমার ঘোষণা দেয়। সিনেমাটির নাম ‘দম’। আর পরিচালনা করবেন রেদওয়ান রনি। ‘দম’ সিনেমার মূল ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। বলা দরকার, একটি চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণে চঞ্চল চৌধুরী এখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে ফিরে চলতি মাসের শেষ নাগাদ অংশ নেবেন ‘তুফান’ ইউনিটে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল

আপডেট সময় : ১১:৫৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

বিনোদন ডেস্ক: জল্পনার যেন শেষই হচ্ছে না আপকামিং সিনেমা ‘তুফান’ নিয়ে। শাকিব খানকে সামনে রেখে ধারাবাহিকভাবে কাস্টিং চমক ও গুঞ্জনের জন্ম দিয়ে চলেছেন নির্মাতা রায়হান রাফী। ছবিটি নিয়ে শেষ গুঞ্জন ছিলো শাকিব খানের বিপরীতে এই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী। তবে বিষয়টি নিয়ে মুখ খুলছিলো না সংশ্লিষ্টরা। অবশেষে ছবিটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান চরকি জানালো, গঞ্জনটাই সত্যি। ‘তুফান’-এর বিশেষ চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরী। এর আগে গত বছরের শেষের দিকে বেশ ঘটা করে ঘোষণা দেয়া হয় ‘তুফান’-এর। নায়ক শাকিব খান ও নির্মাতা রায়হান রাফী জুটির প্রথম সিনেমা এটি। আসন্ন ঈদে মুক্তির প্রস্তুতি চলছে। যাতে শাকিব খানের সঙ্গে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা। দুই নায়িকা ফিট হলেও শাকিব খানের বিপরীতে ভয়ংকর একটি চরিত্র নিয়ে বিপাকেই ছিলেন সংশ্লিষ্টরা। প্রথমে এই চরিত্রের নাম শোনা গেছে আফরান নিশোর নাম। পরে কলকাতার যীশু সেনগুপ্ত। তবে এবার সংশ্লিষ্টরা নিশ্চিত করলেন চঞ্চল চৌধুরীর নাম। এই সিনেমায় নিজের উপস্থিতি নিয়ে চঞ্চল বলেন, ‘এতে আমাকে বিশেষ একটা চরিত্রে দেখা যাবে। রায়হান রাফী এই সময়ের প্রতিভাবান একজন পরিচালক। সেই সাথে শাকিবের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের জায়গা একদম অন্যরকম। তার সাথে কাজ করতে পারলে ভালো লাগবে। আর এতো বড় তিনটা প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে অবশ্যই ভালো কিছুই হবে।’
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘চঞ্চল ভাইকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তিনি আমাদের জন্য গর্ব। দেশের গ-ি পেরিয়ে বাইরেও তার কাজের সুখ্যাতি রয়েছে। তার সঙ্গে আমার বেশ কিছু কাজের অভিজ্ঞতা হয়েছে। তুফান সিনেমায় তার এই উপস্থিতি অন্যরকম মাত্রা যোগ করবে বলে আমি মনে করি।’ ‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ বাংলাদেশ, আলফা আই ও চরকি। এই তিন প্রযোজনা প্রতিষ্ঠান ‘তুফান’-এর আগে আরেকটি বড় সিনেমার ঘোষণা দেয়। সিনেমাটির নাম ‘দম’। আর পরিচালনা করবেন রেদওয়ান রনি। ‘দম’ সিনেমার মূল ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। বলা দরকার, একটি চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণে চঞ্চল চৌধুরী এখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে ফিরে চলতি মাসের শেষ নাগাদ অংশ নেবেন ‘তুফান’ ইউনিটে।