প্রযুক্তি ডেস্ক: ম্যানুয়াল জুম রিংসহ নতুন ফ্ল্যাগশিপ ফোন বাজারে এনেছে চীনা বহুজাতিক প্রযুক্তি কোম্পানি শাওমি। ফোনের ক্যামেরার আশপাশ জুড়ে ঘোরানো যায় এই রিং, যা দিয়ে প্রফেশনাল ক্যামেরার মতো জুম নিয়ন্ত্রণ করা যাবে।
লাইকা সংস্করণের ‘শাওমি ১৭ আল্ট্রা’ নামের ফোনটি বর্তমান ফোনের ক্যামেরার মান নিয়ে ব্যবহারকারীদের নতুন করে ভাবাতে পারে। স্পেসিফিকেশনের দিক থেকেও ফোনটি শক্তিশালী বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
ফোনটির মূল ক্যামেরায় রয়েছে ৫০ মেগাপিক্সেলের এক ইঞ্চি সেন্সর। ফোনের টেলিফটো ক্যামেরাও রয়েছে, যাতে দুরবিনের মতো জুম করার জন্য রয়েছে ২০০ মেগাপিক্সেলের শক্তিশালী পেরিস্কোপ লেন্স। আর ফোনের ‘ম্যানুয়াল জুম রিং’টি ঘোরালে ফোন নিজে থেকেই ক্যামেরা চালু করে দেবে।
শাওমি ‘১৭ আল্ট্রা’ ও এর লাইকা সংস্করণের উভয় ফোনেই রয়েছে শক্তিশালী ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫’ প্রসেসর। এতে সর্বোচ্চ ১৬ জিবি র্যাম ও এক টেরাবাইট পর্যন্ত বিশাল স্টোরেজ সুবিধাও রয়েছে। ফোনটিতে রয়েছে ছয় দশমিক ৯ ইঞ্চির ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, যার সর্বোচ্চ উজ্জ্বলতা সাড়ে তিন হাজার নিটস পর্যন্ত পৌঁছাতে পারে। মূল ক্যামেরা ও টেলিফটো লেন্স ছাড়াও ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং সামনে সেলফি তোলার জন্য ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা।
ফোনটি দীর্ঘ সময় ধরে ব্যবহারের জন্য এতে ৬ হাজার ৮০০ মিলিঅ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারি রয়েছে। দ্রুত চার্জ দেওয়ার জন্য রয়েছে ৯০ ওয়াট তারওয়ালা ও ৫০ ওয়াট তারবিহীন চার্জিং সুবিধা।
শাওমি ১৭ আল্ট্রা’র লাইকা সংস্করণে বেশ কিছু বিশেষ পরিবর্তন এনেছে কোম্পানিটি, যা একে প্রফেশনাল লাইকা ক্যামেরার মতোই রূপ দিয়েছে। ফোনটি চমৎকার দুই রঙের মিশেল তৈরি করেছে শাওমি, যেখানে সামনের দিকে লাইকার সিগনেচার ‘লাল বিন্দু’ ও ফোনের পাশে খোদাই করা টেক্সচার্ড এজ আছে। ফোনের ফিল্টারে লাইকার বিশেষ ফিল্ম সিমুলেশন রয়েছে, যেমন ‘মনোপ্যান ৫০’ সাদা-কালো মোড।
ফোনের জুম রিং সম্পর্কে শাওমি বলেছে, রিংটি ব্যবহারের ফলে স্ক্রিনে বারবার ট্যাপ করার ঝামেলা দূর হবে। এটি এতটাই সংবেদনশীল যে, কেবল ০.০৩ মিলিমিটারের মতো সূক্ষ্ম নড়াচড়াও শনাক্ত করতে পারে। রিংটিকে কেবল জুমের জন্য নয়, বরং এক্সপোজার ঠিক করা বা ম্যানুয়াল ফোকাসের কাজেও ব্যবহার করা যাবে।
উত্তর আমেরিকার বাজারের তুলনায় চীনের বাজারে এই ফোনের দাম কিছুটা কম হলেও শাওমির ফ্ল্যাগশিপ এসব ফোনের দাম বেশ চড়া। ৫১২ জিবি স্টোরেজ ও ১৬ জিবি র্যামসহ লাইকা সংস্করণের ‘শাওমি ১৭ আল্ট্রা’র দাম প্রায় ১ হাজার ১৪০ ডলার এবং নিয়মিত ‘শাওমি ১৭ আল্ট্রা’র দাম প্রায় ৯৯৫ ডলার। এ চড়া দাম ফোনটিকে সরাসরি গুগলের সর্বশেষ ‘পিক্সেল ১০’ ও স্যামসাংয়ের ‘গ্যালাক্সি ২৫’-এর মতো দামী বিভিন্ন ফোনের কাতারে নিয়ে এসেছে শাওমিকে।
সানা/ওআ/আপ্র/২৮/১২/২০২৫
























