নিজস্ব প্রতিবেদক: ১৭ ডিসেম্বর শহীদ মুক্তিযোদ্ধা দিবসে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ঢাকার আজিমপুর কবরস্থানে ১১ জন শহীদ মুক্তিযোদ্ধার কবরে শ্রদ্ধা জানিয়েছে। সেখানে কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দিবসটি উপলক্ষ্যে ফাউন্ডেশন দুটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ ইমামুল কবীর শান্ত’র বনানী কবরস্থানে জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়।
আজিমপুর কবরস্থানে দোয়া শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিমিটেড-এর বর্তমান চেয়ারম্যান এবং দৈনিক আজকের প্রত্যাশার সম্পাদক ডা. মোঃ আহসানুল কবির। তিনি বলেন, শহীদ মুক্তিযোদ্ধাসহ সকল বীর মুক্তিযোদ্ধার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। তাঁরা আমাদের একটি স্বাধীন ভূখণ্ড, একটি পতাকা ও জাতীয় সঙ্গীত দিয়ে গেছেন। তবে যে লক্ষ্যে আমরা স্বাধীন হয়েছিলাম, সেই লক্ষ্য পূরণ এখনো হয়নি। অর্থনৈতিক-সাংস্কৃতিক মুক্তি আসেনি। বৈষম্য কমেনি। তাই প্রকৃত মুক্তির লক্ষ্যে আমাদের ভেদাভেদ ভুলে একসাথে কাজ করে যেতে হবে। তিনি জানান, দেশের সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় এবার এই দিবসে সন্ধ্যাকালীন আলোচনা সভার আয়োজন করা সম্ভব হয়নি। তবে অন্যান্য আয়োজনের ব্যাপ্তি বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ ইমামুল কবীর শান্ত’র ১১ সহযোদ্ধা যুদ্ধজয় করে, দেশ স্বাধীনের পর বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক নৌকা দুর্ঘটনায় ঢাকার বুড়িগঙ্গা নদীতে সলিল সমাধি হয়। তাঁদের স্মৃতির উদ্দেশে জনাব শান্ত গঠন করেন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন।
শহীদ মুক্তিযোদ্ধা দিবসে শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের শ্রদ্ধা

১৭ ডিসেম্বর শহীদ মুক্তিযোদ্ধা দিবসে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ঢাকার আজিমপুর কবরস্থানে ১১ জন শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত ও দোয়াসহ শ্রদ্ধা জানিয়েছে। শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মোঃ আহসানুল কবিরের নেতৃত্বে দিবসটি পালিত হয়--ছবি আজকের প্রত্যাশা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ