ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতি

  • আপডেট সময় : ০২:০৫:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
  • ৮৪ বার পড়া হয়েছে

দিনাজপুর সংবাদদাতা ঃ আর মাত্র একদিন পর একুশে ফেব্রুয়ারি। ১৯৫২ সালের এ দিনে মায়ের ভাষা বাংলার দাবিতে শরীরে রক্ত রাজপথে ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও অনেকে। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনের লক্ষ্যে সারাদেশের মতো দিনাজপুরেও চলছে প্রস্তুতি। গতকাল শনিবার দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, শহীদ মিনার ধোয়া-মোছার কাজ চলছে পুরোদমে। এ কাজ করছে একদল ছাত্র। তারা গুড়ো পাউডার ও ব্লিচিং পাউডার পানি দিয়ে ধুয়ে-মুছে পরিষ্কার করছে শহীদ মিনার। কলেজের ছাত্র মো. রশিদুল ইসলাম বলেন, আর মাত্র একদিন বাকি, তাই আমরা ক্যাম্পাসের শহীদ মিনারটি সুন্দরভাবে ধুয়ে মুছে পরিষ্কার করছি। যাতে করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারি। এদিকে প্রস্তুত করা হচ্ছে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনার। চৌহদ্দি বাঁশের বেড়া দিয়ে ঘেরা ও লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ধোয়া-মোছা শেষে বেদি ও পাশের দেওয়ালগুলোতে চলছে রঙের কাজ। এরপর আলপনার সাজে সাজবে শহীদ মিনারের দেওয়াল। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহীদ মিনার ও আশপাশের এলাকায় সিসিটিভি এবং হাই পাওয়ারের লাইট স্থাপনের লক্ষ্যে তার টানা হচ্ছে। পরিষ্কার করা হয়েছে বোচাগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারও। সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলামের নেতৃত্বে একদল স্বেচ্ছাসেবী পৌর শহীদ মিনার পস্তুত করছে। এছাড়া প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শহীদ মিনারগুলোতে ধোয়া-মোছা চলছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

তত্ত্বাবধায়ক পুনর্বহাল ও সীমানা পুনর্নির্ধারণে সব দল একমত

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতি

আপডেট সময় : ০২:০৫:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২

দিনাজপুর সংবাদদাতা ঃ আর মাত্র একদিন পর একুশে ফেব্রুয়ারি। ১৯৫২ সালের এ দিনে মায়ের ভাষা বাংলার দাবিতে শরীরে রক্ত রাজপথে ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও অনেকে। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনের লক্ষ্যে সারাদেশের মতো দিনাজপুরেও চলছে প্রস্তুতি। গতকাল শনিবার দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, শহীদ মিনার ধোয়া-মোছার কাজ চলছে পুরোদমে। এ কাজ করছে একদল ছাত্র। তারা গুড়ো পাউডার ও ব্লিচিং পাউডার পানি দিয়ে ধুয়ে-মুছে পরিষ্কার করছে শহীদ মিনার। কলেজের ছাত্র মো. রশিদুল ইসলাম বলেন, আর মাত্র একদিন বাকি, তাই আমরা ক্যাম্পাসের শহীদ মিনারটি সুন্দরভাবে ধুয়ে মুছে পরিষ্কার করছি। যাতে করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারি। এদিকে প্রস্তুত করা হচ্ছে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনার। চৌহদ্দি বাঁশের বেড়া দিয়ে ঘেরা ও লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ধোয়া-মোছা শেষে বেদি ও পাশের দেওয়ালগুলোতে চলছে রঙের কাজ। এরপর আলপনার সাজে সাজবে শহীদ মিনারের দেওয়াল। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহীদ মিনার ও আশপাশের এলাকায় সিসিটিভি এবং হাই পাওয়ারের লাইট স্থাপনের লক্ষ্যে তার টানা হচ্ছে। পরিষ্কার করা হয়েছে বোচাগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারও। সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলামের নেতৃত্বে একদল স্বেচ্ছাসেবী পৌর শহীদ মিনার পস্তুত করছে। এছাড়া প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শহীদ মিনারগুলোতে ধোয়া-মোছা চলছে।