মহিউদ্দিন বিন জুবায়েদ : শহর-গ্রামে কত ব্যবধান পাকা রাস্তা-ঘাট
গ্রামের অনেক জায়গায় বসে সাঁকো পাড় হয়ে হাট।
ইটের উপর ইট বিছানো বাড়িঘর বহুতল
খড় বিছানো কাঁচাবাড়ি বৃষ্টিতে ঝরে জল।
এই তো শহর, গ্রামের মধ্যে বহু যে ব্যবধান
গ্রামে আছে পাখির মেলা সোনালু রঙের ধান।
ঘুড়ির পিছে দৌঁড়ে খোকা মাঠেতে সারাদিন
ভোরের বেলা সর্ষে ক্ষেতে রোদ পড়ে চিনে চিন।
শহরে নেই ওসব কিছু, বায়ুতে দূষণ হয়
বদ্ধ জীবন, ফরমালিনে কত যে সংশয়!
মিছিল চলে শব্দ টলে কানেতে জ্বালাতন
পাশাপাশি বাস, কেউ কারো নয় শক্ত ওদের মন।
পদ্য লেখার নানা উপায় আবেগে ভরে ভর
গ্রামের পথে চোখ জুড়ানো ফসলের ধুধু চর।
পায়রা ডাকে বাকুমবাকুম ঝিঁঝিঁরা করে সুর
সন্ধ্যে বেলা জোনাক জ্বলে আরামে করি ভোর।