শাকিব হুসাইন : কালো মেঘের দলটা হঠাৎ যেই সরিয়ে গেলো
নীল আকাশে অমনি তখন শরৎ রাণী এলো
মেঘগুলো আজ যাচ্ছে উড়ে পেঁজা তুলোর মতো
মেঘের ফাঁকে উড়ছে আজই পাখি শত শত।
শরৎ রাণী মুচকি হাসে বাংলা মায়ের কোলে
নদীর তীরের কাশফুলেরা হাওয়ায় লেগে দোলে।
দু’কূল ঘেঁষে শরৎ রাণী হাসে ধানের ক্ষেতে
হাওয়ার দোলায় রোজই থাকে খুশিতে যে মেতে।
রোজ সকালে সুবাস ছড়ায় শিউলি ফুলের ঘ্রাণে
শিউলি ফুলের মিষ্টি সুবাস দেয় যে দোলা প্রাণে।
রাতের বেলায় শিশির ঝরে নরম দূর্বাঘাসে
ভোর বিহানে হাঁটতে গেলে লাগে পায়ের পাশে।
দিকে দিকে যায় দেখা যায়, শরৎ রাণীর শোভা
শরৎ রাণীর রূপটা যে খ্বু, দারুণ মনোলোভা।
আমার দেশে শরৎ রাণী ঝিলিক দিয়ে হাসে
শরৎ রাণীর রূপ দেখা যায় অই দূরের আকাশে।