ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

শর্ত দিয়ে নয়া প্রেমে অনন্যা

  • আপডেট সময় : ০৪:৫২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ৮৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: চলতি বছরের শুরুর দিকে আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙে অনন্যা পাণ্ডের। তারপরে নাকি ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। প্রায়ই বিষণ্ণ থাকতেন, কান্নাকাটিও করতেন। তবে এই প্রথম নয়। ক্যারিয়ারের শুরুতে ঈশান খট্টরের প্রেমে পড়েন চাঙ্কি-কন্যা। সেবারও মন ভাঙে। প্রতিবারই সম্পর্কের জন্য কিছু না কিছু আপস করেছেন অনন্যা। এবার শোনা যাচ্ছে, আম্বানীদের বেতনভুক কর্মচারী একদা সুপার মডেল ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নায়িকা। কিন্তু বাকি দুইবারের মতো আর আপস করবেন না অনন্যা। প্রেমিকের জন্য বেঁধে দিয়েছেন শর্ত। গত কয়েক বছরে বারবার নিজের চাওয়া-পাওয়াকে অবহেলা করে গুরুত্ব দিয়েছেন প্রেমিকের ইচ্ছাকে। তারা যেমনটা চেয়েছেন তেমনটাই করেছেন। তারা যেমন খাবার খেতে চাইতেন তাতেই হ্যাঁ বলেছেন। নিজের অনেকটা বদল ঘটিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি কাউকেই।
অনন্যার কথায়, ‘সকাইকেই হয়তো পাল্টাতে হয়। আমিও নিজেকে অনেকটা বদলে ফেলেছিলাম। বলছি না তাতে আমার কোনো ক্ষতি হয়েছে। আমি বরাবর ভালোবাসার মানুষের মনের মতো হওয়ার চেষ্টা করেছি। তাদের ‘হ্যাঁ’-তে ‘হ্যাঁ’ বলেছি। তারা বাড়িতে থাকতে চাইলে সেটা মেনে নিয়েছি, নিজেকে পেছনে রেখেছি সব সময়।’ কিন্তু এবার আর তেমনটা করবেন না অনন্যা। অভিনেত্রী সাফ জানান, আর আপস করবেন না। বরং তিনি যেমন তার প্রেমিককে সেভাবেই তাকে গ্রহণ করতে হবে। এটাই নয়া প্রেমিকের প্রতি অভিনেত্রীর শর্ত। বয়স বেড়েছে, বদলেছে প্রেমের সংজ্ঞা। অনন্যার কথায়, ‘আমার একটাই চাহিদা, এমন মানুষ চাই যে আমার কথা শুনবে। আমার ছোটখাটো বিষয়গুলো মনে রাখবে। এমন নয় যে আমার সমস্যার সমাধান করে দিতে হবে, কেবলমাত্র শুনলেই হবে।’

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে

শর্ত দিয়ে নয়া প্রেমে অনন্যা

আপডেট সময় : ০৪:৫২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক: চলতি বছরের শুরুর দিকে আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙে অনন্যা পাণ্ডের। তারপরে নাকি ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। প্রায়ই বিষণ্ণ থাকতেন, কান্নাকাটিও করতেন। তবে এই প্রথম নয়। ক্যারিয়ারের শুরুতে ঈশান খট্টরের প্রেমে পড়েন চাঙ্কি-কন্যা। সেবারও মন ভাঙে। প্রতিবারই সম্পর্কের জন্য কিছু না কিছু আপস করেছেন অনন্যা। এবার শোনা যাচ্ছে, আম্বানীদের বেতনভুক কর্মচারী একদা সুপার মডেল ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নায়িকা। কিন্তু বাকি দুইবারের মতো আর আপস করবেন না অনন্যা। প্রেমিকের জন্য বেঁধে দিয়েছেন শর্ত। গত কয়েক বছরে বারবার নিজের চাওয়া-পাওয়াকে অবহেলা করে গুরুত্ব দিয়েছেন প্রেমিকের ইচ্ছাকে। তারা যেমনটা চেয়েছেন তেমনটাই করেছেন। তারা যেমন খাবার খেতে চাইতেন তাতেই হ্যাঁ বলেছেন। নিজের অনেকটা বদল ঘটিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি কাউকেই।
অনন্যার কথায়, ‘সকাইকেই হয়তো পাল্টাতে হয়। আমিও নিজেকে অনেকটা বদলে ফেলেছিলাম। বলছি না তাতে আমার কোনো ক্ষতি হয়েছে। আমি বরাবর ভালোবাসার মানুষের মনের মতো হওয়ার চেষ্টা করেছি। তাদের ‘হ্যাঁ’-তে ‘হ্যাঁ’ বলেছি। তারা বাড়িতে থাকতে চাইলে সেটা মেনে নিয়েছি, নিজেকে পেছনে রেখেছি সব সময়।’ কিন্তু এবার আর তেমনটা করবেন না অনন্যা। অভিনেত্রী সাফ জানান, আর আপস করবেন না। বরং তিনি যেমন তার প্রেমিককে সেভাবেই তাকে গ্রহণ করতে হবে। এটাই নয়া প্রেমিকের প্রতি অভিনেত্রীর শর্ত। বয়স বেড়েছে, বদলেছে প্রেমের সংজ্ঞা। অনন্যার কথায়, ‘আমার একটাই চাহিদা, এমন মানুষ চাই যে আমার কথা শুনবে। আমার ছোটখাটো বিষয়গুলো মনে রাখবে। এমন নয় যে আমার সমস্যার সমাধান করে দিতে হবে, কেবলমাত্র শুনলেই হবে।’